———————
ফারুক প্রধান
কবি রোকেয়া মুন্নি সমাজের অসামজস্য ঘটনা বহুল আলোচিত দিকের দিকেই নির্দেশ করেছেন। তিনি শৈশব কাল থেকে কৈশোর পর্যন্ত এবং যৌবনে পদার্পনের সময় ভুল কাজে ভুল পথে জড়িয়ে পড়ে। সমাজের খারাপ মানুষ গুলো এই ভুল পথে নিয়ে যায়। ভালো হয়ে গড়ে উঠতে গেলে এই মুখোশ ধারী খারাপ মানুষ গুলো অন্তরায় হয়ে দাঁড়ায়। সুন্দর সমাজের কথাই তিনি শিশু কিশোরদের সতর্ক করার জন্যই তাড়াই ভাতের ভূত এই কব্যগ্রন্থটি অমর একুশে বইমেলা ২০২৫ টইটই প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে।
তাঁর কাব্যগ্রন্থটি স্বরবৃত্ত ছন্দে লেখা হয়েছে। কিছু কিছু কবিতায় অন্তমিলের অবাব দেখা দিয়েছে। শব্দ প্রয়োগে আদিকালের ছাপ রয়েছে। আগামীতে লেখক হয়ে উঠতে হলে সমসাময়িক ঘটনা ও আধুনিক শব্দ প্রয়োগের ক্ষেত্রে সজাগ থাকতে হবে। নতুন নতুন শব্দ তৈরির মধ্য দিয়ে নিজেকে একজন শক্তিশালী লেখক হয়ে উঠতে সাহায্য করবে বলে মনে কবি। এখন থেকে লেখকের লেখার প্রতি যত্নশীল হয়ে উঠতে হবে। ছন্দের প্রতি সজাগ দৃষ্টি থাকতে হবে।
সর্বপরি বইটি পাঠক সমাজের মাঝে সাড়া জাগবে বলে মনে করি। নতুন পাঠক সৃষ্টিতে শিশু কিশোরদের কাছে পৌঁছাতে হলে শিশু উপযোগী ছড়া, কবিতা লেখার প্রতি আরও মজার মজার কল্পকাহিনির জন্ম দিতে হবে। তবেই লেখকের দায় এড়ানো সম্ভব হবে।