কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোল পাল্টে ছাত্রদলে ভিড়ছে ছাত্রলীগের নেতা কর্মীরা। গত ১৯ নভেম্বর ২০২৪ ইং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কাজে আসেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোঃ ইয়াহিয়া। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দেখা যায় একাধিক ছাত্রলীগ কর্মীদের। কয়েকটি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত একাধিক ছাত্রলীগ কর্মী সেখানে ছাত্রদলের সঙ্গে উপস্থিত ছিল। এর মাঝে ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মারুফ হাসান (হৃদয় সরকার),কলা অনুষদের সভাপতি পদপ্রার্থী রাসেল রানা অন্যতম। এদের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের ছবি ও বর্তমানে ছাত্রদলের সঙ্গে তোলা ছবি মিল করে এর সত্যতা পাওয়া গেছে। যা প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। একাধিক সূত্র বলছে, বিগত দিনে এদের অনেকে ছাত্রলীগ নেতার ছত্রছায়ায় ছাত্রলীগের রাজনীতি করেছে। যাদের ছত্রছায়ায় রাজনীতি করত, তারা বিভিন্ন হামলা-মামলায় জড়িত। তাই, তাদের অনেকে নিজেদের পিঠ বাঁচাতে ছাত্রদলের সঙ্গে রাজনীতি করতে যোগ দিচ্ছে। যাতে ভবিষ্যতে তারা নিজেদের সুবিধা নিতে পারে। ছাত্রদলে এসে যারা পরিচয় দিচ্ছে তারা আসলেই সুবিধাবাদী ছিল। নানান অপকর্মের সঙ্গে জড়িত ছাত্রলীগের নানা অংশের সঙ্গে সখ্যতাও ছিল তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন,ছাত্রদল তাদের কোরাম ভারী করতে সবাইকে দলে নিচ্ছে। এর মাধ্যমে প্রমানিত হয় ছাত্রদল আর ছাত্রলীগে মাঝে কোন পার্থক্য নেই। জানা যায় ছাত্রলীগের সহ সম্পাদক মারুফ হাসান ক্যাম্পাসে ছাত্রদল নেতা মামুন সরকারের অনুসারী এবং রাসেল রানা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের অনুসারী। গত ১৯ নভেম্বরের মিটিং এ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা আব্দুর রহিমকেও উক্ত মিটিং এ দেখা গেছে। এ নিয়ে চলছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে নানান সমালোচনা,ফেসবুক গ্রুপে এর সমালোচনা এবং নেতিবাচক মন্তব্য দেখা গেছে।