কবি আসলাম সানী
বাপ্পী রহমান
কবি আসলাম সানী, তিনি চৌকস গুণী
কাব্যে ছড়া গল্পে, দেশপ্রেম ধ্বনি শুনি। জন্ম ঢাকার লালবাগ, প্রিয় আমলিগোলায়
কথা কয় প্রিয় তার, জোস ঢাকাইয়া ভাষায়। বাংলা হিন্দি উর্দুই, চলে মেরাথন গান
অসাধারণ কন্ঠে, সুর তালে জুড়ায় প্রাণ। তার সহধর্মিণী,গুণী এক গৃহিণী
তাঁর তিন কন্যারাও, শিক্ষা দীক্ষায় গুণী, তিনি বাংলার এক পিস,কবি আসলাম সানী
হাসিমাখা মুখ তাঁর, হোক তার জয়ধ্বনি।