শুভ জন্মদিন সুন্দর মনের কবি ও গীতিকার অসীম কুমার ঘোষ আজ ৩০শে নভেম্বর, ১৯৬৮ সনে বরিশাল শহরের সদর হাসপাতালে জন্মগ্রহন করেন।
তিনি বি,এম স্কুল, বরিশাল কলেজ থেকে স্কুল ও কলেজ জীবন শেষ করে ঢাকা চলে যান। কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটারের উপর ডিপ্লোমা কোর্চ করে বরিশালের রেফকো ল্যাবরেটরীজ লিঃ নামে একটি ঔষধ কোম্পানিতে ১২ বছর কম্পিউটার বিভাগে চাকুরী করেন। পরবর্তিতে তিনি ঢাকা নর্থ সাউথ থেকে প্রফেসনাল ইংলিশ কোর্চ শেষ করেন। এর পর চাকুরীরত অবস্থায় তিনি দুই বছর মেয়াদী এক্সিকিউটিভ এম,বি,এ পাশ করেন। এর পর তিনি ইমামি গ্রুপ এর চারটি হাসপাতাল আমরিতে দুই বছর ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর পদে সন্মানেন সাথে চাকুরী করেছেন। পরবর্তীতে তিনি এটিএন বাংলায় এটিএন মেডিকেয়ারে ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর পদে চাকুরী করেছেন। তিনি ২০২১ সালে চেন্নাই, ইন্ডিয়া থেকে ম্যাস কমুনিকেশন (জারনালিজম) এর উপর অনারেবল পি,এইচ,ডি সন্মান লাভ করেন। বর্তমানে তিনি প্রোব বাংলাদেশ লিঃ নামক একটি মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানীতে ডাইরেক্টর মার্কেটিং পদে কর্মরত আছেন। বিশ্ব সাহিত্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লা আবু সাইদ স্যারের জন্মদিনে তার ব্যাবস্থাপনায় কোলকাতার স্বনামধন্য শিল্পী নচিকেতা চক্রবর্তীর গান দিয়ে রিবন্ডিং বাংলার আত্মপ্রকাশ হয়।
বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর লেখা অনেক কবিতা ও গানের মধ্যে উল্লেখযোগ্য “তোমার আসন শূন্য আজ” গানটি লিখে ফেরেন্ডস্ অফ হিউম্যানেটি বাংলাদেশ ২০২২ ও ঢাকা সাহিত্য পরিষদ – ২০২১ সম্নাননা পুরস্কান অর্জন করেন। অসীম কুমার ঘোষ তার জীবনের অনেকটা সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেক দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবা দিয়েছেন। এর মধ্যে সাভারের বেদে পল্লি ও হিজরা পল্লিতে হত দরিদ্রদের মাঝে বিনা পয়সায় চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন। এছাড়া তিনি সার্ক মিডিয়ার “ওয়াল্ড পীস এ্যাওয়ার্ড -২০২৪”, “মানবাধিকার শান্তি পদক-২০২৪”, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সর্বাধিক ফ্রী মেডিকেল ক্যাম্পিং করায় ন্যাশনাল হিউম্যান রাইট এন্ড হেলথকেয়ার সোসাইটি তাঁকে “সোশ্যাল ওয়েলফেয়ার পদক-২০২৪”, গীতিকার হিসাবে “জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি পদক”, গীতিকবি হিসাবে “জ্ঞান তাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন পদক – ২০২৪” প্রদান করেন। এছাড়াও দেশে ও বিদেশে অসীম কুমার ঘোষকে দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার জন্য দেশী ও বিদেশী ডাক্তারগন অনেক সম্নাননা দিয়ে পুরস্কিত করেছেন।
১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
কবি অসীম কুমার ঘোষ এর শুভ জন্মদিন
Tag :
জনপ্রিয়