ডাকসুতে আজ ঢেউ তুলেছে,
ফলাফলে বিস্ময়,
কেউ পেল সোনা মুকুটখানি,
কেউ হলো নিশ্চয়।
ভোটের কাগজ কাঁপায় মঞ্চে,
শিক্ষার্থীরই জয়,
কেউবা হাসে উল্লাস ভরে,
কেউ গোপনে ক্ষয়।
দেয়ালজুড়ে পোস্টার ছিল,
স্লোগানে জ্বলে প্রাণ,
শেষমেষ ফল ঘোষণা হলে,
চমকালো দিগন্ত খান।
স্বপ্ন বুকে নিয়ে যারা,
দাঁড়ায়েছিল সারি,
তাদের চোখে মিললো অশ্রু,
কারো চোখে জ্বরি।
ডাকসুর মাঠে বাজল বাঁশি,
গর্জে উঠল দল,
ছাত্রশক্তি শোনালো আবার
ভবিষ্যতের কল।
আদর্শে যে দাঁড়াবে সদা,
জয় তার নিশ্চিত,
মিথ্যার বাঁধ ভাঙতে পারে,
সত্য থাকুক অটুট।
যুবকেরই হাতে গড়া,
আগামীর ইতিহাস,
ডাকসু ভোটে ফুটে ওঠে
দেশের ভবিষ্যৎ আভাস।