০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:

কবিতাচর্চার দুটি গ্রন্থের অনন্য প্রকাশনা অনুষ্ঠিত

  • প্রকাশিত ০১:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে

রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে প্রকাশনা প্রতিষ্ঠান কবিতাচর্চার আয়োজনে তরুণ কবি ও কথা সাহিত্যিক জামিল জাহাঙ্গীরের গল্পগ্রন্থ জলের জঙ্গল ও কবি বেলাল ফরাজির কাব্যগ্রন্থ যে পোড়ায় সে পোড়ে না পাঠ উন্মোচন পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২ মে শুক্রবার সন্ধ্যা ছয়টায় প্রকাশক কবি ও সম্পাদক বদরুল হায়দারের সভাপতিত্বে এই আয়োজনের উদ্বোধন করেন কবি ও কথা সাহিত্যিক আবু সাঈদ জুবেরী। তিনি বই দুটির বহুল প্রচার কামনা করেন। তিনি কবি বেলাল ফরাজির কাব্য সৌষ্ঠব এবং পরিমিত প্রকাশভঙ্গির ভুয়সী প্রশংসা করেন একই সঙ্গে গল্পকার হিসেবে জামিল জাহাঙ্গীরকে প্রেরণা যোগান।

আয়োজনের অতিথি কবি ও কথা সাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী বেলাল ফরাজির স্মৃতিচারণ করেন। তাঁর কাব্য শক্তি ও প্রাণশক্তির কথা উল্লেখ করে তার পারলৌকিক মঙ্গল কামনা করেন। জামিল জাহাঙ্গীরের গল্পলেখক হয়ে ওঠার গূঢ় কারণ প্রকাশ করেন। সুজন ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জিয়া শামস তাঁর বক্তব্যে কাব্যগ্রন্থ গল্পগ্রন্থের কুশীলবদের ধন্যবাদ জানান।

কবি ও কথা সাহিত্যিক নুরুল মান্নান চৌধুরী কবি সাহিত্যিক সর্বোপরি সাংস্কৃতিক অঙ্গনের মানুষের উদ্বাস্তু জীবনের প্রেক্ষাপট তুলে ধরেন। খলিফা হারুন রশীদের সময়ের মতো সৃষ্টিশীল মানুষের জন্য প্রণোদনা প্রত্যাশা করেন। প্রধান আলোচক সব্যসাচী লেখক প্রত্যয় জসীম জলের জঙ্গল এবং যে পোড়ায় সে পোড়ে না র পরতে পরতে লুকিয়ে থাকা নান্দনিক দিকগুলো ফুটিয়ে তোলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি কামরুজ্জামান, কবি ফরিদ ভূঁইয়া, কবি লিন্ডা আমিন, বীর মুক্তিযোদ্ধা ও লেখক তোফায়েল আহমেদ, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, বেলাল ফরাজির সহধর্মিণী জাহানারা ফরাজি, বেলাল ফরাজির পুত্র নাহিদুল ইসলাম ফরাজি এবং কবি ও কথা সাহিত্যিক জামিল জাহাঙ্গীর।

অভিলাষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সানোয়ার মনি, কবি ও সংগঠক চঞ্চল আক্তার, কবি মাশুক শাহী, কবি আসাদুল্লাহ মুক্তা, কবি ও আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম, কবি কাজী আমির,কবি ও সংগঠক ফারুক হোসেন শিহাব, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি ও সংগঠক আমিনুল হক চৌধুরী, কবি রুহুল মাহবুব, কবি আবদুল হক চাষী, কবি মুর্শিদ উল আলম, কবি গিয়াসউদ্দিন চাষা, কবি ও সংগঠক মাহবুবুর রহমান সোহেল, কবি সাদিক মোহাম্মদ, বিশিষ্ট আবৃত্তিকার ও কণ্ঠশিল্পী গোলাপ হোসেন, কবি জাহাঙ্গীর হোসাইন, পথকবি মিয়া বাবরুল, এনামুল শেখ, আবদুল কাদের জিলানী জিসান, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্ব ছিলো প্রকাশক কতৃক বেলাল ফরাজির পরিবারের সংগ্রহ ও সংরক্ষণের জন্য বই উপহার প্রদান। কবি ও কণ্ঠযোদ্ধা আবীর বাঙালি এবং কবি ও শিল্পী সুমন মুস্তাফিজের সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Tag :
জনপ্রিয়

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উদযাপনে ফায়ার সার্ভিসকে আস্থা ও নির্ভরতার প্রতীক বললেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক:

কবিতাচর্চার দুটি গ্রন্থের অনন্য প্রকাশনা অনুষ্ঠিত

প্রকাশিত ০১:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে প্রকাশনা প্রতিষ্ঠান কবিতাচর্চার আয়োজনে তরুণ কবি ও কথা সাহিত্যিক জামিল জাহাঙ্গীরের গল্পগ্রন্থ জলের জঙ্গল ও কবি বেলাল ফরাজির কাব্যগ্রন্থ যে পোড়ায় সে পোড়ে না পাঠ উন্মোচন পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২ মে শুক্রবার সন্ধ্যা ছয়টায় প্রকাশক কবি ও সম্পাদক বদরুল হায়দারের সভাপতিত্বে এই আয়োজনের উদ্বোধন করেন কবি ও কথা সাহিত্যিক আবু সাঈদ জুবেরী। তিনি বই দুটির বহুল প্রচার কামনা করেন। তিনি কবি বেলাল ফরাজির কাব্য সৌষ্ঠব এবং পরিমিত প্রকাশভঙ্গির ভুয়সী প্রশংসা করেন একই সঙ্গে গল্পকার হিসেবে জামিল জাহাঙ্গীরকে প্রেরণা যোগান।

আয়োজনের অতিথি কবি ও কথা সাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী বেলাল ফরাজির স্মৃতিচারণ করেন। তাঁর কাব্য শক্তি ও প্রাণশক্তির কথা উল্লেখ করে তার পারলৌকিক মঙ্গল কামনা করেন। জামিল জাহাঙ্গীরের গল্পলেখক হয়ে ওঠার গূঢ় কারণ প্রকাশ করেন। সুজন ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জিয়া শামস তাঁর বক্তব্যে কাব্যগ্রন্থ গল্পগ্রন্থের কুশীলবদের ধন্যবাদ জানান।

কবি ও কথা সাহিত্যিক নুরুল মান্নান চৌধুরী কবি সাহিত্যিক সর্বোপরি সাংস্কৃতিক অঙ্গনের মানুষের উদ্বাস্তু জীবনের প্রেক্ষাপট তুলে ধরেন। খলিফা হারুন রশীদের সময়ের মতো সৃষ্টিশীল মানুষের জন্য প্রণোদনা প্রত্যাশা করেন। প্রধান আলোচক সব্যসাচী লেখক প্রত্যয় জসীম জলের জঙ্গল এবং যে পোড়ায় সে পোড়ে না র পরতে পরতে লুকিয়ে থাকা নান্দনিক দিকগুলো ফুটিয়ে তোলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি কামরুজ্জামান, কবি ফরিদ ভূঁইয়া, কবি লিন্ডা আমিন, বীর মুক্তিযোদ্ধা ও লেখক তোফায়েল আহমেদ, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, বেলাল ফরাজির সহধর্মিণী জাহানারা ফরাজি, বেলাল ফরাজির পুত্র নাহিদুল ইসলাম ফরাজি এবং কবি ও কথা সাহিত্যিক জামিল জাহাঙ্গীর।

অভিলাষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সানোয়ার মনি, কবি ও সংগঠক চঞ্চল আক্তার, কবি মাশুক শাহী, কবি আসাদুল্লাহ মুক্তা, কবি ও আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম, কবি কাজী আমির,কবি ও সংগঠক ফারুক হোসেন শিহাব, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি ও সংগঠক আমিনুল হক চৌধুরী, কবি রুহুল মাহবুব, কবি আবদুল হক চাষী, কবি মুর্শিদ উল আলম, কবি গিয়াসউদ্দিন চাষা, কবি ও সংগঠক মাহবুবুর রহমান সোহেল, কবি সাদিক মোহাম্মদ, বিশিষ্ট আবৃত্তিকার ও কণ্ঠশিল্পী গোলাপ হোসেন, কবি জাহাঙ্গীর হোসাইন, পথকবি মিয়া বাবরুল, এনামুল শেখ, আবদুল কাদের জিলানী জিসান, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্ব ছিলো প্রকাশক কতৃক বেলাল ফরাজির পরিবারের সংগ্রহ ও সংরক্ষণের জন্য বই উপহার প্রদান। কবি ও কণ্ঠযোদ্ধা আবীর বাঙালি এবং কবি ও শিল্পী সুমন মুস্তাফিজের সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।