কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের মানিকখালী বাজার থেকে টিসিবির চাউল ও সয়াবিন তেলসহ হিমন নামের ১ ব্যক্তিকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায়, বাংলাদেশ সেনাবাহিনী কটিয়াদী উপজেলার অস্থায়ী ক্যাম্পের গোপন সংবাদের ভিত্তিতে এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তার রুবাইদুল্লাহ রানার যৌথ নেতৃত্বে একদল পুলিশ চাঁন্দপুর ইউনিয়নের মালিকখালী বাজারের হিমন নামের এক ব্যক্তির গোডাউন থেকে টিসিবির ৩০ কেজি ওজনের ৩৬ বস্তা চাউল ও ২ লিটার পরিমাপের ২৯৭ বোতল তেল ও টিসিবির ২০০ শত খালি বস্তাসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হিমন জানান, টিসিবির সেবা গ্রহিতাদের নিকট থেকে এসব পণ্য ক্রয় করেছেন। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনী দেওয়া তথ্যে এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা উপজেলা খাদ্য কর্মকর্তাকে নিয়ে যৌথ অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ ১ জনকে আটক করা হয়েছে।এসব পণ্য কালো বাজারের উদ্দ্যেশে মজুদ করা হয়েছিল। এ ব্যপারে উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত হিমনকে মঙ্গলবার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে । কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম জানান, সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার পুলিশ মানিকখালী বাজারে অভিযান চালিয়ে টিসিবি পণ্য সহ ১জনকে আটক করেছে। টিসিবির মালামাল মজুদের বিষয়টি আমরা তদন্ত করছি। পরিবেশকসহ আরও অন্য কেউ জড়িত আছে কি না তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
এফ এম আব্বাস উদ্দিন জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
কটিয়াদীতে টিসিবির কালোবাজারি ১ জনকে চাউল তেলসহ আটক করেছে পুলিশ
Tag :
জনপ্রিয়