এফ এম আব্বাস উদ্দিন কিশোরগঞ্জ থেকে : কটিয়াদী উপজেলা থেকে বিশাল একটি র্যালী নিয়ে সাবেক বিদ্যুৎ অফিস পর্যন্ত গিয়ে আবারও ফিরে আসে। কটিয়াদী উপজেলা বাসীর নিকট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন কেবলই একটি অনুষ্ঠান নয়,বরং একটি আবেগ,দায়বদ্ধতা,প্রেরণার নাম। জাতীয় কবির জন্মবার্ষিকী যেন অন্য কোথাও নয়,বরং জাতীয় ভাবে কটিয়াদীতেই উদযাপন করা হয়,সে ব্যাপারে নিজ জায়গা থেকে সর্বাত্মক প্রচেষ্টা করবেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুলকে কেবল স্মরণ নয়,উপজেলায়তার চেতনা,মানবিকতাকে হৃদয়ে,মননে ধারণ করার প্রত্যয় যেন সৃষ্টি হয় সকলের মাঝে।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাঈদুল ইসলাম মহোদয় উপজেলা নির্বাহী অফিসার প্রধানঅতিথি বক্তব্যে প্রদানকালে নজরুল একাডেমি স্হায়ী অফিসের ব্যবস্হা করে দিবেন বলেন তিনি।
আজ বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজী নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্য নিয়ে কটিয়াদী উপজেলা প্রশাসনের সহযোগিতা এ সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি বলেন,নজরুল ছিলেন একাধারে কবি,সাহিত্যিক,গায়ক,অভিনেতা,গীতিকার,সুরকার,চলচ্চিত্রকার। নানা গুণে গুণান্বিত জাতীয় কবি ছিলেন এক ধ্রুবতারা।তিনি ছিলেন প্রেমের,দ্রোহের,মানবতার কবি।বাঙ্গালির আবেগ,অনুভূতিতে জড়িয়ে আছেন তিনি।সাম্রাজ্যবাদ,বৈষম্যের প্রতি কবি হয়েছেন বিদ্রোহী। সাম্যের পক্ষে ছিলেন তিনি। ব্রিটিশ আন্দোলনে যেমন কবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন,তেমনি তার গান,সৃষ্টির চেতনা ৫২ থেকে ২৪ পর্যন্ত গড়িয়েছে। ২৪ এর আন্দোলনে নজরুলের গান,কবিতা উদ্দীপিত করেছে ছাত্র-জনতাকে। তরুণ প্রজন্মের কাছে নজরুলের প্রাসঙ্গিকতা ব্যাপক।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কটিয়াদী নজরুল একাডেমি’র সভাপতি জনাব শাহ জাহান তিনি বলেন,কবি নজরুল ছিলেন বহুধা প্রতিভাসম্পন্ন। আধ্যাত্মিকতায়ও তার পথচারণা ছিলো। তিনি ছিলেন একমাত্র কবি যিনি ইসলামিক গান,গজল,কবিতায় বাংলার সাথে আরবি,ফার্সি শব্দের অসাধারণ ব্যঞ্জনার সৃষ্টি করেছেন। আজ পর্যন্ত কবি নজরুল প্রাসঙ্গিক হয়ে আছেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব মোঃ আব্দুর রউফ খোকন সাধারণ সম্পাদক নজরুল একাডেমি কটিয়াদী, সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ সাজেদুল ইসলাম সেলিম ও জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁ যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল একাডেমি কটিয়াদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লাবনী আক্তার তারানা সহকারী কমিশনার ভূমি কটিয়াদী উপজেলা।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনাব মোঃ তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ কটিয়াদী উপজেলা বিএনপি ও সাবেক পৌর মেয়র বলেন নজরুল একাডেমি কটিয়াদী জন্য অফিসের ব্যবস্হা করে দিবেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব বদিউল আলম মাহফুজ,প্রধান শিক্ষক কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ ছিদ্দিকুর রহমান অধ্যক্ষ ডাঃ আব্দুল মান্নান মহিলা কলেজ কটিয়াদী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর প্রিন্সিপাল মুন্সি আব্দুল হেকীম কারিগরি কলেজ অনুষ্ঠান ১ম পর্ব শেষ হলো কেক কাটার মধ্যে দিয়ে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যগণ,সরকারি কর্মকর্তাবৃন্দ,স্কুল-কলেজের শিক্ষার্থী,সংস্কৃতিনুরাগী,স্বেচ্ছাসেবক,কটিয়াদী বিভিন্ন স্তরের জনগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।