বরগুনা জেলার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ বরগুনা উপজেলা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর বিরুদ্ধে আর্থিক অনিয়মের মিথ্যা অভিযোগ করা হয়েছে জেলা অফিস থেকে সূএ সিপিএসপি প্রশা/২০২৪-২৩৩ এ আনিত অভিযোগটি হল বদরখালি ক্লাস্টারের আওতাধীন দক্ষিন বাওয়াল কর গ্রাম সমিতির ভিসিওর লিডারের স্বিকারক্তি অনুযায়ী গত১১/০৫/২০২৩ইং তারিখ হিসাব নং ১২৭৮৯/৬, চেক নং ৬০০০১৪৯৫৯৪৯ এর মাধ্যমে ভিসিওর লিডার নূরজাহান বেগম ১১২৫০০/- একলক্ষ বারো হাজার পাঁচশত টাকা উওোলন করেন,এবং মঞ্জু/ জালাল কে ৪০০০০/- এবং ভিসিওর লিডারের স্বিকারক্তি অনুযায়ী তার মেয়ের নামে ৭০০০০/- সওর হাজার টাকা ঋণ বিতরন করেন,আর ২৫০০/- টাকা তাদের যাতায়াত খরচ বাবদ নেওয়া হয় ।উক্ত টাকা আয়শার নামে ছাড়িয়ে বদরখালি ক্লাস্টার এনজেসিসিএস এর ক্যাশিয়ার ডলি কে প্রদান করেন, যা অফিসের কেউ জানেনা।উক্ত টাকা ডলি দশ মাসে পরিশোধ করে দেন। সে গ্রামে জেলা কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী ও জেলা জুনিয়ার হিসাব রক্ষক জহিরুল ইসলাম পরিদর্শন করেন এবং মোঃ তৌহিদুল ইসলাম উপজেলা অফিসার সিপিএসপি বরগুনা সদর উপজেলা তার প্রতি ব্যাংক সুপারিশের আপত্তি তোলেন যে সে টাকা আত্মসাৎ করেছেন,ভিসিওর লিডার নুরজাহান ফোন দিলে সে বলে আমাদের গ্রামের জন্য ১১২৫০০/-টাকার সুপারিশ উপজেলা অফিসার সিপিএসপি তৌহিদুল ইসলাম এর কাছ থেকে আনি এবং আমার মেয়ের নামে ৭০০০০/- টাকা ঋণ বিতরন করে সে টাকা এনজেসিসিএস ক্যাশিয়ার ডলি কে প্রদান করা হয়,ডলি কিস্তিতে তা পরিশোধ করেন।অন্য দিকে এনজেসিসিএস ক্যাশিয়ার ডলির সাথে কথা বললে সে নিজে আয়শার নামের ৭০০০০/- টাকা ঋণ হিসাবে নিয়ে কিস্তিতে পরিশোধ করেন বলে জানান,যুব সধ।অন্য দিকে জেলা কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী জেলা এ এনজেডিসিএস এর ক্যাশিয়ার লাখি দ্বারা ২০২২-২০২৩ সালের ট্রেনি করান বাবদ ৮০০০/- হাজার টাকা তোলে ট্রেনিং করানো হয়, তৎকালিন সভাপতি দিলোয়ারা বেগম কে পরিষদের অধিবেশনে হুমায়ুন কবির চৌধুরী জেলা অফিসার বাদ দেওয়ান, নতুন সভাপতি, সেক্রেটা্রির হাতে ট্রেনিং এর টাকা সহ সব হিসাব নিকাশ বুজিয়ে দিয়ে যান। সাবেক সভাপতি দিলোয়ারার সাথে কথা বললে সে সব কিছুই লিখিত আকারে বুজিয়ে দিয়ে আসছে।উক্ত টাকার সাথে উপজেলা অফিসার সিপিএসপি তৌহিদুল ইসলাম এর সাথে কোন সম্পর্ক নেই। তার বিরুদ্ধে আনিত অভিযোগ বানোয়াট ভিত্তিহীন। মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান এসডিএফ জেলা ও উদ্বর্তন কর্মকর্তা হুমায়ুন কবির আওয়ামী লীগের খাচ লোক হওয়ার কারণে আমার সাথে সাথে একটু মনের অমিল থাকার কারণে আমার বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ আনেন বরগুনা উপজেলা অফিসার সিপিএসপি মোঃ তৌহিদুল ইসলাম আরো বলেন বৈষম্য ছাএ আন্দলোনের কথা বলায় আমাকে অফিসে না আসতে বলা হয়,এবং গত ০১/০৮/২০২৪ ইং থেকে বহিষ্কার করা হয়। একজন নিরপরাধ মানুষকে চাকুরি পূনরায় ফিরিয়ে দিয়ে সাবাবিক জীবন যাপন করার জন্য উর্ধতন কর্মকর্তা দের দৃস্টি আকর্ষন করছি। যাতে কেউ অপরাধ না করে শাস্তি না পায়।
১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম