২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৫৩ পেয়ে চট্টগ্রাম বোর্ডে মেধা তালিকায় যুগ্মভাবে ২০ তম স্থান অধিকার করেছে বাঁশখালী নাপোড়া গ্রামের কৃতি সন্তান সুদীপ্ত কান্তি দাশ।
জানা যায়, চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক ও ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুপম কান্তি দাশ ও মনি দাশের ১ম সন্তান সুদীপ্ত কান্তি দাশ চট্টগ্রামের স্বনামধন্য সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ হতে ২০২৫ সনের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।প্রকাশিত ফলাফলে সে ১৩০০ নম্বরের মধ্যে ১২৫৩ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে মেধা তালিকায় যুগ্মভাবে ২০তম স্থান অধিকার করেন। সুদীপ্ত ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।