এসোসিয়েশন ফর ডেভেলপমেন্টস এজেন্সীজ ইন বাংলাদেশ (এডাব) এর সহযোগী সংগঠন শিল্ড,পিডাপ, একটিভ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি,মমদা ফাউন্ডেশন, প্রত্যয়, শাহাবউদ্দিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও উলানিয়া সোসাল ওয়েলফেয়ার সোসাইটি সাম্প্রতিক সময়ে অক্টোবর-নভেম্বর প্রান্তিকে ঢাকা মহানগর এলাকায় স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা, দারিদ্র বিমোচন, পরিবেশন উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পালন করেছে। এছাড়া এডাবের অর্ন্তগত সংগঠন হিসেবে ডেঙ্গু সচেতনতায় মানুষকে সচেতন করতে এই সংগঠন সমূহ এই কর্মসূচী পালন করেছে।
ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডাবের অর্ন্তভূক্ত সদস্য সংগঠনগুলো মাইকিং ও প্রচারপত্র বিলি করে যাচ্ছেন। এ বিষয়ে এসোসিয়েশন ফর ডেভেলপমেন্টস এজেন্সীজ ইন বাংলাদেশ (এডাব) ঢাকা মহানগরের সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক খলিফা বলেন,ঢাকা মহানগরের মানুষ অবচেতন মনেই ডেঙ্গুর বিষয়ে অসচেতন থাকেন, মাইকিং করার মধ্যদিয়ে মানুষকে ডেঙ্গুর হাত থেকে কিভাবে বাঁচা যায় ও কিভাবে এডিশ মশা থেকে নিজেকে রক্ষা করা যায় সে বিষয়ে সচেতন করা হচ্ছে।
ডেঙ্গুর প্রধান লক্ষণ জ্বর। ৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। জ্বর টানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায়। এই সময় ডেঙ্গু জ্বর বেড়ে যায়। ডেঙ্গু রোগটি ভাইরাসজনিত। সাধারণত, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে।
উল্লেখ্য, গেটসনোটসের পরিসংখ্যান থেকে জানা যায় পৃথিবীতে প্রতিবছর মশার কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় যার পরিমাণ ৭ লাখ ২৫ হাজার যা অস্বাভাবিক।