আমার চশমার কাচ মুছে দৃষ্টিও গেছে ঘুচে
অবাক পৃথিবী দেখে আঁধারিয়া দিনকাল
কালো ঘন আলো
এখন অন্ধকার সবকিছু দেখা যায় ভালো
আমাকে ঘুমিয়ে রেখে জেগে আছে চাঁদ
দূরে পাতা ফাঁদ সূর্যের আলো পেয়ে
সেও ঝলমলো
এ এমন অন্ধকার সবকিছু দেখা যায় ভালো
দিকে দিকে একি শুনি শিশিরের জয়ধ্বনি
খারাপেরা জিতে গেছে! হেরে গেছে আলো
এখন অন্ধকার সবকিছু দেখা যায় ভালো
সব্বাই সব হলে পৃথিবী কি করে চলে
মধু মধু বলে বলে নুন কেন ঢালো
এ এমন অন্ধকার সবকিছু দেখা যায় ভালো
আমাকে জাগিয়ে রেখে তুমি ঘোর ঘুমে
তোমাকে দেব না চুমু হও যত কালো
এখন অন্ধকার সবকিছু দেখা যায় ভালো