গতকাল ২০ মে ২০২৫ সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগ্রত ফেনী বাসী, ঢাকার উদ্যোগে ফুলগাজীর সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলা পুনঃ তদন্তের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী ফারুক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রফিক উদ্দিন, কামাল উদ্দিন, মোঃ শাজাহান, মোঃ শামীম প্রমুখ। কাজী ফারুক বলেন, একরাম হত্যা মামলা সঠিক ভাবে হয়নি। তদন্তও ছিলো প্রভাবিত। কোটি কোটি টাকার বিনিময়ে মূল আসামী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী, খায়রুল বাশার মজুমদার তপন, জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, মেজবাউল হায়দার চৌধুরী, মোঃ মোস্তফা, হারুন মজুমদার গংরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে পুনঃ তদন্ত করে, প্রকৃত আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্হা করতে হবে। কাজী ফারুক আরো বলেন,আইনের শাসন কায়েমের লক্ষ্যে, ফেনীর সর্বস্তরের মানুষ এই দাবী বাস্তবায়নে এগিয়ে আস্তে হবে। উল্লেখ্য, ২০১৪ সনের ২০ মে ফুলগাজীর সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম, ফেনী শহরের বিলাসী সিনেমা হলের কাছে নৃশংস ভাবে খুন হন।
০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম