জামায়াতের নায়েবে আমীর ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, আমরা এদেশকে তিনবার স্বাধীন করেছি। একবার ৪৭, একবার ৭১ এবং সর্বশেষ ২০২৪ এ। কিন্তু আগের দুইবার স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। প্রতিবারই অবৈধ লুটেরা ক্ষমতালিপশুদের কারনে জনগন এক জালিমের পরিবর্তে আরেক জালিমের হাতে পড়ে অত্যাচার নির্যাতনে জর্জরিত হয়েছে। ২৪এর স্বাধীনতার প্রকৃত স্বাধ পেতে হলে জামায়াতের হাতকে শক্তিশালী করে একটি ইনসাফপূর্ন শোষনমুক্ত সূখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ।
তিনি বলেন ,আমরা বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারকে এতটুকু যৌক্তিক সময় দিতে চাই যাতে তারা দেশের কাংখিত সংস্কার করতে পারেন।সেই সময়টা একদম কম নয় আবার খুব যেন দীর্ঘ ও না হয়।
ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে তিনি রোববার দুপুরে ফেনী গ্ৰ্যান্ড সুলতান কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
জেলা সেক্রেটারী মাওলানা আবদুল হান্নানের সন্চালনায় ও জেলা আমীর একেএম শামছুদ্দিনের সভাপতিত্বে উত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা জেলা আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা অঞ্চলের টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া,ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর আমীর মোহাম্মদ ইলিয়াস, শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন, শহর সভাপতি শরিফুল ইসলাম প্রমূখ।
সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে জামায়াত জনগনের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।এবারো আমরা আমাদের সকল নিয়মিত প্রোগ্ৰাম স্থগিত করে বন্যা দুর্গতদের সেবায় আত্মনিয়োগ করেছি।তিনি বলেন,ছাত্র জনতার ঐতিহাসিক গনবিপ্লবের কারনে আমাদের আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ নেই কারন দেশ ও জাতি সত্তা বিরোধীরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
সকল ষড়যন্ত্র মোকাবেলায় অতন্দ্র প্রহরীর মত সজাগ থাকার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,ভারত সকল আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে বর্ষা মৌসুমে তাদের উজানের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি করবে তা আমরা আর হতে দিবনা।আমরা অবশ্যই আন্তর্জাতিক আদালতে এর বিচার চাইবো।
তিনি এর আগে একই দিন ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও ছাগলনাইয়া উপজেলার পাঠানগড়ে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেন।এসব স্থানে উপস্থিত বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।