০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
হানিফ রাজা :

ঋতুর রাণী শরৎ

  • প্রকাশিত ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

‎বর্ষা শেষে শরৎ আসে
‎সাদা মেঘের গায়ে,
‎নদীর কূলে দুলছে কাশ
‎মিষ্টিমধু বায়ে।

‎কাশের গায়ে দৃষ্টি কাড়ে
‎কী অপরূপ শোভা,
‎ধরার বুকে রঙ লেগেছে
‎দারুণ মনোলোভা।

‎শিউলি হাসে মিষ্টি ঠোঁটে
‎পাগল করা ঘ্রাণে,
‎স্বপ্নসুরে স্রোত যে বয়ে
‎মনোহরীর গানে।

‎শরৎ ছোঁয়ায় যুগল পাখি
‎হৃদয় খুলে হাসে,
‎বিলের জলে শাপলা দোলে
‎খুশির তরী ভাসে।

‎শরৎ হাসে রঙধনুতে
‎সাত রঙের খেলা,
‎ঋতুর রাণী শরৎ ঋতু
‎বসে রূপের মেলা।

Tag :
জনপ্রিয়

তারাগঞ্জে আনসার ভিডিপি অফিসে ব্যাপক অনিয়ম

হানিফ রাজা :

ঋতুর রাণী শরৎ

প্রকাশিত ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

‎বর্ষা শেষে শরৎ আসে
‎সাদা মেঘের গায়ে,
‎নদীর কূলে দুলছে কাশ
‎মিষ্টিমধু বায়ে।

‎কাশের গায়ে দৃষ্টি কাড়ে
‎কী অপরূপ শোভা,
‎ধরার বুকে রঙ লেগেছে
‎দারুণ মনোলোভা।

‎শিউলি হাসে মিষ্টি ঠোঁটে
‎পাগল করা ঘ্রাণে,
‎স্বপ্নসুরে স্রোত যে বয়ে
‎মনোহরীর গানে।

‎শরৎ ছোঁয়ায় যুগল পাখি
‎হৃদয় খুলে হাসে,
‎বিলের জলে শাপলা দোলে
‎খুশির তরী ভাসে।

‎শরৎ হাসে রঙধনুতে
‎সাত রঙের খেলা,
‎ঋতুর রাণী শরৎ ঋতু
‎বসে রূপের মেলা।