নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল সোমবার দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদকের কায্যালয়ে এ শোক প্রকাশ করা হয়।
শোক সভায় সম্পাদক অশোক ধর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক অশোক ধর বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন।