আজ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক যুক্ত বিবৃতিতে ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবানন জানান।
তারা মৃত ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন উদীচী নেতৃবৃন্দ। (খবর বিজ্ঞপ্তি’র)