ফারুক প্রধান
ঈদের খুশির বাঁধ ভাঙা হাসি
ফিরবে যখন দেশের বাড়ি
শহর থেকে যাচ্ছে গাড়ি
ঝম ঝমা ঝম রেল গাড়িটা
বাঁজায় বাঁশি।
শিশুর মনে ঈদের খুশি
রাতের তারার আলো
দেখতে লাগে ভালো।
মনটা যেন উড়াল দিল
ঈদের মাঠে মিঠাই খেল
আর কত যে খেলনা পেল।
ভাবতে ভাবতে রাত চলে যায়
ভোর এখনো হয়না
ঈদের খুশির বায়না।