বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, একটি সমাজ ও রাষ্ট্র যথাযথভাবে ফাংশন করতেছে কি না তা পরিমাপের অন্যতম মাপকাঠি হচ্ছে শ্রমিকজনতা। শ্রমিকরা যে সমাজে বা রাষ্ট্রে ভালো থাকবে না, সে সমাজ ও রাষ্ট্রকে প্রত্যাশিত মানে ভালো নেই। শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলে বোঝা যাবে, সে দেশের অপরাপর নাগরিকরাও ভালো আছে। তাই আগামীর বাংলাদেশ পরিগঠনে শ্রমিকদের অধিকার ইস্যুকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র পরিগঠন সহজ ব্যাপার নয়। শ্রমিক-মালিক, ধনী-গরীব, তরুণ-বৃদ্ধ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। আর তেমন একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ পরিগঠনে শ্রমিকজনতা ও শ্রমিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন।
বায়েজিদ থানা সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারন সম্পাদক এম আসাদ, মহানগরীর কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি: সাইফুল ইসলাম।
কর্মী শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মীর হোসাইন, জাফর আলমসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।