গৌরব, ঐতিহ্য, সংৎগ্রাম ও সাফল্যের ৪৭ বছরের ইতিহাসকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ বিকালে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বোয়ালমারী সরকারি কলেজের ছাত্রদল মনোনীত প্রথম ভিপি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বোয়ালমারী উপজেলা বিএনপি,ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি জননেতা শামসুদ্দিন মিয়া ঝুনু । তিনি তার বক্তব্যে বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে।”
বক্তারা বলেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ” – এই শ্লোগানেই বিএনপি এগিয়ে চলেছে। –
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।