১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সিরিজ # ১ তৌহিদুল ইসলাম কনক #

আমার মায়াবতি

  • প্রকাশিত ০২:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১৬ বার দেখা হয়েছে

প্রথম যেদিন তোমায় দেখি চোখে দারুন মায়া
কালো চুলের ঢেউ খেলিয়ে পরলো গায়ে ছায়া,
কাজল মাখা চোখে তোমার পড়লো চোখে চোখ
সেদিন থেকে আশায় থাকি একটু দেখা হোক।
#
কলাপাতার রঙে তুমি পড়ছিলে গো শাড়ি
আমার কাছে সেদিন তুমি পরিপূর্ণ নারী,
মিষ্টি ঠোটে লেগেছিল চন্দ্রমাখা হাসি
ইচ্ছে করে দেইনা বলে তোমায় ভালোবাসি।
#
দেখতে যেমন মায়ায় ভরা শুনছি তুমি কবি
সেদিন থেকে মায়াবতী আকছি তোমার ছবি
আমার মনের পূর্ণিমাতে তুমি জোনাক পোকা
দোহাই তুমি বাসবে ভালো না দাও তুমি ধোকা।
#
যত্ন করে তোমায় আমি রাখবো বুকের মাঝে
সকাল বিকাল তোমার সুরে আমার বাঁশি বাজে
দেখব শুধু দুচোখ ভরে থাকবো তোমায় ঘিরে
মায়াবতী এই হৃদয়ে আসতে যদি ফিরে।
#
তোমার দেহ চাইনা আমি চাই যে তোমার মন
সেই মনেতে কাটিয়ে দিব সারাটা জীবন
নাকফুলটা থাকবে নাকে কানে থাকবে দুল
গন্ধরাজের তেলে মাখা রাখবো তোমার চুল।
#
তাঁতের শাড়ি পরবে তুমি হাতে রেশমি চুড়ি
তোমার সুখে নাটাই নিয়ে উড়াই রঙিন ঘুড়ি
পায়ে তোমার আলতা মেখে পরিয়ে দেবো নুপুর
মায়াবতী তোমার নামে কাটবো আমি পুকুর।
#
সেই পুকুরে কাঁদবে সাঁতার চাঁদের আলো পড়বে
ভেজা শরীর দিয়ে আমায় জড়িয়ে আদর করবে
জোয়ার এলে পূর্ণিমাতে ভাসিয়ে দেবো নাও
দারুনভাবে সাজবে তুমি লাজুক চোখে চাও।
#
তোমার চোখে চেয়ে চেয়ে দিনের পরে রাত
বুড়া বুড়ি আমরা হব পড়বে আমার দাঁত
তোমার আমার চুলগুলিও একটু হবে সাদা
তোমার নাতি বলবে দাদি আমায় বলবে দাদা
#
মনের সুখে পার করবো তোমায় নিয়ে আমি
আমার কাছে মায়াবতী সারা জীবন দামি
সত্যি করে ভাবতে পারো মায়াবতী তুমি
তোমার মাঝে থাকবো আমি তুমি আমার ভুমি।
#
পারলে তুমি চিঠি দিও টিস্যু পেপার বিয়ে
মেসেঞ্জারে বলতে পারো পড়তে পারো বিয়ে
হোয়াটসঅ্যাপে লিখতে পারো একটি মনের শব্দ
সারা জীবন তুমি আমি মনটা করি জব্দ।
#
২৮ মে ২০২৫ মধ্যরাতের কবিতা

Tag :
জনপ্রিয়

শোটাইম মিউজিক এন্ড প্লের সফল নৌ-বহর অনুষ্ঠিত

সিরিজ # ১ তৌহিদুল ইসলাম কনক #

আমার মায়াবতি

প্রকাশিত ০২:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

প্রথম যেদিন তোমায় দেখি চোখে দারুন মায়া
কালো চুলের ঢেউ খেলিয়ে পরলো গায়ে ছায়া,
কাজল মাখা চোখে তোমার পড়লো চোখে চোখ
সেদিন থেকে আশায় থাকি একটু দেখা হোক।
#
কলাপাতার রঙে তুমি পড়ছিলে গো শাড়ি
আমার কাছে সেদিন তুমি পরিপূর্ণ নারী,
মিষ্টি ঠোটে লেগেছিল চন্দ্রমাখা হাসি
ইচ্ছে করে দেইনা বলে তোমায় ভালোবাসি।
#
দেখতে যেমন মায়ায় ভরা শুনছি তুমি কবি
সেদিন থেকে মায়াবতী আকছি তোমার ছবি
আমার মনের পূর্ণিমাতে তুমি জোনাক পোকা
দোহাই তুমি বাসবে ভালো না দাও তুমি ধোকা।
#
যত্ন করে তোমায় আমি রাখবো বুকের মাঝে
সকাল বিকাল তোমার সুরে আমার বাঁশি বাজে
দেখব শুধু দুচোখ ভরে থাকবো তোমায় ঘিরে
মায়াবতী এই হৃদয়ে আসতে যদি ফিরে।
#
তোমার দেহ চাইনা আমি চাই যে তোমার মন
সেই মনেতে কাটিয়ে দিব সারাটা জীবন
নাকফুলটা থাকবে নাকে কানে থাকবে দুল
গন্ধরাজের তেলে মাখা রাখবো তোমার চুল।
#
তাঁতের শাড়ি পরবে তুমি হাতে রেশমি চুড়ি
তোমার সুখে নাটাই নিয়ে উড়াই রঙিন ঘুড়ি
পায়ে তোমার আলতা মেখে পরিয়ে দেবো নুপুর
মায়াবতী তোমার নামে কাটবো আমি পুকুর।
#
সেই পুকুরে কাঁদবে সাঁতার চাঁদের আলো পড়বে
ভেজা শরীর দিয়ে আমায় জড়িয়ে আদর করবে
জোয়ার এলে পূর্ণিমাতে ভাসিয়ে দেবো নাও
দারুনভাবে সাজবে তুমি লাজুক চোখে চাও।
#
তোমার চোখে চেয়ে চেয়ে দিনের পরে রাত
বুড়া বুড়ি আমরা হব পড়বে আমার দাঁত
তোমার আমার চুলগুলিও একটু হবে সাদা
তোমার নাতি বলবে দাদি আমায় বলবে দাদা
#
মনের সুখে পার করবো তোমায় নিয়ে আমি
আমার কাছে মায়াবতী সারা জীবন দামি
সত্যি করে ভাবতে পারো মায়াবতী তুমি
তোমার মাঝে থাকবো আমি তুমি আমার ভুমি।
#
পারলে তুমি চিঠি দিও টিস্যু পেপার বিয়ে
মেসেঞ্জারে বলতে পারো পড়তে পারো বিয়ে
হোয়াটসঅ্যাপে লিখতে পারো একটি মনের শব্দ
সারা জীবন তুমি আমি মনটা করি জব্দ।
#
২৮ মে ২০২৫ মধ্যরাতের কবিতা