০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:

আমার গায়ের মাটি আসমা উল হুসনা

  • প্রকাশিত ১২:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

মনটা আমার নাটাই ছেঁড়া ঘুড়ি,
রাতদিন ঘুরতে চায়,
নীল আকাশ আর সবুজ পাহাড়
বন্ধু হতে চায়।
পদ্ম আর শালুক মিলে
ডাকে আমার গায়।

হলদে মাখা সরষে ফুলে
মৌমাছিদের মেলা,
বটতলা আর হিজলতলায়
বিরাট রকমের খেলা।

দুপুরবেলা তালপুকুরে
খুকা খুকির সাঁতার,
খাচ্ছে তারা কলাপাতায়
তেতুল মাখা আচার।

ডাকছে আমার খেলার সাথি,
ডাকছে জ্বালানো মোমের বাতি—
চায় যে যেতে গায়।
ওদের সাথে খেলা করতে
মনটা বড় চায়।

সময় আমার নাই যে হাতে,
দেয় না কভু ছুটি—
ভুলিতে পারি না কখনো
আমার গায়ের মাটি।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক:

আমার গায়ের মাটি আসমা উল হুসনা

প্রকাশিত ১২:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মনটা আমার নাটাই ছেঁড়া ঘুড়ি,
রাতদিন ঘুরতে চায়,
নীল আকাশ আর সবুজ পাহাড়
বন্ধু হতে চায়।
পদ্ম আর শালুক মিলে
ডাকে আমার গায়।

হলদে মাখা সরষে ফুলে
মৌমাছিদের মেলা,
বটতলা আর হিজলতলায়
বিরাট রকমের খেলা।

দুপুরবেলা তালপুকুরে
খুকা খুকির সাঁতার,
খাচ্ছে তারা কলাপাতায়
তেতুল মাখা আচার।

ডাকছে আমার খেলার সাথি,
ডাকছে জ্বালানো মোমের বাতি—
চায় যে যেতে গায়।
ওদের সাথে খেলা করতে
মনটা বড় চায়।

সময় আমার নাই যে হাতে,
দেয় না কভু ছুটি—
ভুলিতে পারি না কখনো
আমার গায়ের মাটি।