“ভারতবিরোধিতা আর স্বাধীনতাবিরোধিতা এক বিষয় নয়। আমরা স্বাধীনতাবিরোধী নই, বরং বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই স্বাধীনতা রক্ষা করবো। কারন, বাংলাদেশ ব্যতীত আমাদের আর কোনো ঠিকানা নেই।”
বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
২৬ মার্চ সকাল ১০ টায় জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নগর জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর নায়েবে আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ.জ.ম উবায়েদুল্লাহ, পরিবেশবিদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিকনেতা এস এম লুৎফর রহমান, পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, কোতোয়ালী থানা আমীর আমির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বারবার বিকৃত হয়েছে। জাতিকে সঠিক ইতিহাস জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত সত্যের সন্ধান দিতে একটি নির্ভরযোগ্য ও অখণ্ড ইতিহাস রচনা করা জরুরি।