আমাকে খুজি আমি
আমার অস্তিত্বের মাঝে
আমাকে খুজি আমি বন্ধু দের
ভালবাসার মাঝে
আমাকে খুজি আমি বৈশাখী মেলায়
কিবা শিল্পকলার মাঠে
আমাকে খুজি আমি রমনার বটমূলে
ঐ টি এসসির চত্বরে তারুণ্যের সমাহারে
আমাকে খুজি আমি ফাগুনের মাতাল হাওয়ায়
বসন্তের শুভ লগ্নে ।
আমাকে খুজি আমি প্রিয়সীর রাঙা ঠোঁটে
কিবা হরিণী চোখের মায়াজালে।
আমাকে খুজি আমি বাংলা সাহিত্যের
পাতায় পাতায় ।
আমাকে খুজি আমি কবিতার ছন্দে ছন্দে
আমাকে খুজি আমি কবি নজরুলের বিদ্রোহী কবিতায়
পল্লী কবি জসীমউদ্দিন এর নক্সিকাটার মাঠে
আমাকে খুজি আমি কবি জীবনানন্দ দাশের
রুপসী বাংলায় ।
আমাকে খুজি আমি আমার কবিতার ছন্দে ছন্দে
কাব্য লিপিতে ।
০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোঃ রফিকুল ইসলাম
আমাকে খুজি
Tag :
জনপ্রিয়