স্টাফ রিপোর্টার,আমতলী : বরগুনার আমতলীতে কিশোর গ্যাং চক্রের তিন সদস্য ও এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের উশ্যিতলা গ্রামের ফরহাদ ইসলাম জয়ের সঙ্গে স্ত্রী লাইজু বেগমের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পরও তাদের মাঝে মাঝে যোগাযোগ হতো, মূলত কন্যাসন্তানকে ঘিরেই এই যোগাযোগ অব্যাহত ছিল।
ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় লাইজু বেগম তার প্রাক্তন স্বামী ফরহাদকে ফোন করে কন্যাসন্তানকে দেখার জন্য উশ্যিতলা মেইন রোডের পাশে আসতে বলেন। কিন্তু এটি ছিল পূর্বপরিকল্পিত একটি ফাঁদ। ফরহাদ ঘটনাস্থলে পৌঁছালে লাইজু বেগম আগে থেকে ওঁৎ পেতে থাকা কিশোর গ্যাং সদস্যদের ইঙ্গিত দেন। তারা ফরহাদকে বেধড়ক মারধর করে, তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই ফরহাদ ইসলাম জয় থানায় অভিযোগ জানালে আমতলী থানা পুলিশ তৎপর হয়ে ওঠে। রাতেই পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করতে সক্ষম হয় তারা।
গ্রেফতারকৃতরা হলো—মোসাঃ লাইজু বেগম (২৪), পিতা: মোঃ মোস্তফা কাজী, সাং: হরিমৃত্যুঞ্জয়, ৯ নং ওয়ার্ড, ২ নং কুকুয়া ইউপি,মোঃ সাকিল (১৯), পিতা: মোঃ সালাম গাজী, সাং: বৈঠাকাটা, ৩ নং ওয়ার্ড, চাওড়া ইউপি,মোঃ রাকিবুল (১৯), পিতা: মোঃ সায়েম মাতুব্বর, সাং: পাতাকাটা, ৬ নং ওয়ার্ড, চাওড়া ইউপি,মোঃ ওলি হাওলাদার (১৯), পিতা: মোঃ হিরন হাওলাদার, সাং: পাতাকাটা, ৭ নং ওয়ার্ড, চাওড়া ইউপি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত একটি ছিনতাই ও হামলার ঘটনা। ভুক্তভোগীকে ফাঁদে ফেলে গ্যাং সদস্যরা আক্রমণ চালিয়েছে। আমরা দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
স্থানীয় এলাকাবাসী জানায়, সাম্প্রতিক সময়ে কিছু কিশোর অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে। তাদের কারণে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এ ঘটনায় গ্রেফতার অভিযান চালিয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।