১২:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ :

আবেগের আলাপন

  • প্রকাশিত ১২:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল,
দুঃখ সুখ, হাসি কান্নায়
সবই যেন টলমল।

এ জীবন, জীবনের আছে যত স্মৃতি
এ মন এবং মনের মাঝে জাগে আকুতি,
তার সাথে জমাট বাঁধে নীল বেদনা
আমি কে? কোথায় এখন জানিনা,
সংকল্প যেন টুটে যায়
নেত্রকোণা ছল ছল
আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল।

নশ্বর এই জীবনের বাঁকে বাঁকে
কত সুখ আর আনন্দ গেছে ডেকে,
সেই সুখ অনুভূতির আলাপনে
ছেড়েছি দীর্ঘশ্বাস ক্ষনে ক্ষণে,
স্মৃতির মিনার বুক জুড়ে
ভেসে উঠে জ্বলজ্বল
আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল।

যে জীবন আমি চেয়েছিলাম
কিংবা যে জীবন পেয়েছিলাম,
দুইয়ের মাঝে ফারাক উঠছে ভেসে
কখনো কান্না আবার কখনো হেসে,
কান্না হাসির মাঝে পড়ে
চিন্তাশক্তি যেন বিকল
আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল।

আমার প্রেম আমার ভালবাসা
আমার যত সুখ আর আশা,
সব ঘিরে নেমে আসে সর্বনাশা
হতাশা, হতাশা আর হতাশা।
ফিকে যায় যেন জীবনের যত
শক্তি -মনোবল
আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল।

Tag :
জনপ্রিয়

বাহারছড়ায় ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস অনুষ্ঠিত

মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ :

আবেগের আলাপন

প্রকাশিত ১২:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল,
দুঃখ সুখ, হাসি কান্নায়
সবই যেন টলমল।

এ জীবন, জীবনের আছে যত স্মৃতি
এ মন এবং মনের মাঝে জাগে আকুতি,
তার সাথে জমাট বাঁধে নীল বেদনা
আমি কে? কোথায় এখন জানিনা,
সংকল্প যেন টুটে যায়
নেত্রকোণা ছল ছল
আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল।

নশ্বর এই জীবনের বাঁকে বাঁকে
কত সুখ আর আনন্দ গেছে ডেকে,
সেই সুখ অনুভূতির আলাপনে
ছেড়েছি দীর্ঘশ্বাস ক্ষনে ক্ষণে,
স্মৃতির মিনার বুক জুড়ে
ভেসে উঠে জ্বলজ্বল
আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল।

যে জীবন আমি চেয়েছিলাম
কিংবা যে জীবন পেয়েছিলাম,
দুইয়ের মাঝে ফারাক উঠছে ভেসে
কখনো কান্না আবার কখনো হেসে,
কান্না হাসির মাঝে পড়ে
চিন্তাশক্তি যেন বিকল
আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল।

আমার প্রেম আমার ভালবাসা
আমার যত সুখ আর আশা,
সব ঘিরে নেমে আসে সর্বনাশা
হতাশা, হতাশা আর হতাশা।
ফিকে যায় যেন জীবনের যত
শক্তি -মনোবল
আবেগের আলাপনে আমি
বার বার হই বিহ্বল।