সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বিএনপির উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) আমিরাতের রাজধানী আবুধাবির আল ইব্রাহীম রেষ্টুরেন্টের হলরুমে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও ইউএই কেন্দ্রীয় বিএনপি আহবায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের যৌথ ভাবে সঞ্চালনা করেন- শাখাওয়াত হোসেন বকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ন সম্পাদক ইমন হোসেন ইমন এবং আরিফ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহসভাপতি ও ইউএই কেন্দ্রীয় বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউএই কেন্দ্রীয় বিএনপি আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম তালুকদার এবং প্রধান বক্তা ছিলেন দুবাই বিএনপি সভাপতি ও ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউ এ ই কেন্দ্রীয় বিএনপি আহবায়ক কমিটির সদস্য এস এম দিদারুল আলম, প্রকৌশলী মাহে আলম এবং নূর হোসেন সুমন, আলআইন বিএনপি সভাপতি শওকত ওসমান রানা, ইউএই বিএনপি সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ইউএই বিএনপি সদস্য মোদাসসের শাহ, শাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দিন চৌধুরী এবংং ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য মজিবুল হক মঞ্জু।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- জিয়া পরিষ ইউএই যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম টিপু, দুবাই বিএনপি যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন, আল আইন বিএনপি সিনিয়র সহ সভাপতি কাজী ফারুক, আবুধাবি বিএনপি নেতা নেছারুল হক, আবুধাবি যুবদল সহসভাপতি সাগর হোসেন সাগর, মাহবুবুর রহমান, সাবেক সহ দপ্তর সম্পাদক আবুধাবি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল আবুধাবির সাধারণ সম্পাদক ইলিয়াস ভূইয়া, জাতীয়তাবাদী দল সন্দ্বীপ ফোরাম আবুধাবির সভাপতি নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম তালুকদার এবং হেলাল উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম তালুকদার আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সকল প্রবাসী জাতীয়তাবাদী কর্মী সমর্থক ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থেকে নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে প্রদানের মাধ্যমে দলকে বিজয়ী করার আহবান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজী সেলিম, মীর নাসির, সেলিম উল্লাহ সেলিম, ফারুক আফসারী, রাকিবুল ইসলাম, ইব্রাহিম, নুরুল হক, জাবেদ, জালাল উদ্দিন এবং আনিসসহ আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি সহযোগী ও অঙ্গ সংঠনের বহু কর্মী, সদস্য ও নেতৃবৃন্দ।