২৭ শে মে রোজ মঙ্গলবার আপিল বিভাগে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম এর মৃত্যুদণ্ডের রায় বাতিল ও সকল অভিযোগ থেকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার পর পরই রাজধানীর ডিপ্লোমা ইমজিনিয়ার্স ইনিস্টিটিউট এর মুক্তিযোদ্ধা হলে জামায়াতের পক্ষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান। তিনি এই রায়কে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক রায় উল্লেখ করে বলেন, এই রায়ে সিন্ডিকেট ইনজাস্টিস এর অবসান হয়েছে। তিনি আরো বলেন, বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের নেতাদেরকে তথাকথিত মানবতাবিরোধী অপরাদের নামে নাটক মঞ্চস্ত করে কাঙারু কোর্টের মাধ্যমে ফাঁসি দিয়েছে। আজকের এই রায়ের মাধ্যমে আমাদের নিরপরাধ নেতারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, মহান আল্লাহর নিকট শহীদ নেতাদের সাহাদেতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। পরে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শোকরানা দোয়া করেন ও নেতা কর্মীদের শান্ত থাকার নির্দেশনা দেন।
এটিএম আজহারের রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সত্যর বিজয় হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যেই প্রমাণিত হয়েছে। এসময় তিনি সত্যের বিজয় হয়েছে তিনবার উচ্চারন করেন।
এর আগে রায়ের প্রতিক্রিয়ায় আজহারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, এই মুহূর্ত থেকে এটিএম আজহার ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে সত্য প্রকাশিত হয়েছে। মিথ্যা দূর হয়েছে।
এর আগে গত ৮ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বেকসুর খালাস দেন এটিএম আজহারকে।