আশীষ মন্ডল : আপন মামা মোঃ বজলুর রহমান ঝন্টু্র দারা প্রতারনার স্বীকার হয়ে ভাগিনা রবিউল আলম মামলার আসামি আবার বঞ্চিত হয়েছে সম্পত্তি ও লক্ষ লক্ষ টাকা থেকে। রবিউল আলমের আপন মামা বজলুর রহমান ঝন্টু্ একজন প্রতারক। সেই এলাকার অনেক লোক থেকে সম্পত্তি ক্রয় করে দেয়ার নামে নানাভাবে প্রতারণা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে অপরদিকে প্রতারণা স্বীকার হয়ে আপনজন সহ বহু মানুষ নিংশ্ব হয়ে যায়।
সম্পত্তি জাল জালিয়াতি ও হেবা দলিল দুই নম্বরী করে অনেকের সাথে প্রতারণা করে। তথ্য মতে জানা যায় রবিউল আলমকে একটি ভূয়া জমির দলিলে যা হেবা দলিল করে দেয় মামা বজলুর রহমান।এই জমিটি বিক্রি করে বজলুর রহমান।এই জাল দলিলের ব্যাপারে রবিউল কিছুই জানে না। কিন্তু জমিটি বিক্রি করলে ভূয়া দলিল বলে জানতে পারে।এই ভূয়া দলিলের কারনে রবিউল এখন হয়রানির স্বীকার হয়।এই ভাবে রবিউল আলমের মামা বজলুর রহমান ভূয়া দলিলের মাধ্যমে প্রতারনা করে টাকা উপার্জন করা তার স্বভাব অপরদিকে তার প্রতারণার স্বীকার হয়ে নিংস্ব হয়ে অনেক। আবার অপরদিকে মামলায় হয়রানির স্বীকার হয়ে হয়রানি স্বীকার যা তদন্ত করলে এই প্রতারক বজলুর রহমান ঝন্টু্র সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসবে। অন্যদিকে মামা দ্বারা হয়রানির স্বীকার রবিউল আলম এইধরনের হয়রানির মামলা থেকে মুক্তি পেতে চায়।