আন্তর্জাতিক চা দিবস প্রতি বছর ১৫ ডিসেম্বর। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালাউই, মালয়েশিয়া, উগান্ডা, ভারত ও তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশসমূহ ২০০৫ সাল থেকে প্রতি বছর এই দিবসটি উদ্যাপন করে আসছে।
আন্তর্জাতিক চা দিবসের উদ্দেশ্য হলো চা-কর্মী ও উৎপাদকদের ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা।
এই দিবসটি আমাদের কাছে প্রিয় কারণ “চা” ছাড়া আমাদের চলেই না।
এক কাপ চা
***********
অসীম কুমার ঘোষ
এক কাপ চা চাই, টাটকা লেবু কিংবা স্ব-দেশী আদা মিশিয়ে-
এক চামচ চিনি দিয়ে গুলে খাবো কষ্ট ও বিষাদ,
লম্বা চুমুক দিয়ে ক্লান্তিকে ছুটি দিবো-
ছুটি দিবো হতাশা এবং জীবনের যত অবসাদ।
এক কাপ চা চাই, ভালোবাসার সুভাষে –
কল্পনা আর আবেগ মিশিয়ে,
জাগিয়ে নিবো সমস্ত স্নায়ুকোষে।
চায়ের ওমে তোমার ভালোবাসা,
লিখবো জীবনের কবিতা।
আমাকে এক কাপ চা দাও –
হৃদয়ের ময়নাতদন্তে খুব বেশী দরকার,
না দিলে রবে- তেষ্টাকাতর একবুক হাহাকার!
এক কাপ চা চাই, গাঢ় লিকারে-
উষ্ণ ধোঁয়ার পাকে ক্রোধ মিশিয়ে।
নকল আর ভাড়ামীর আড়ালে নগর সভ্যতার মানুষ,
বুড়ো আঙ্গুল দেখিয়ে আবার উড়াবো বিজয়ের ফানুস।