০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
এম এ মজিদ:

আন্তর্জাতিক এয়ারপোর্টে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

  • প্রকাশিত ১২:০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘিরে একাধিক গ্রুপ ফেসবুকে রঙচঙা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স,ইউ এসে বাংলা,বিডি জবস নামে কয়েকটি ফেসবুক একাউন্ট থেকে এসব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিজ্ঞাপনের ফাঁদে ফেলে অসাধু গ্রুপ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তির ধরন :গত এক মাসে ফেসবুক একাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, দুই তিন দিন পরপর ইউ এসে বাংলা,বিমান বাংলাদেশ এয়ার লাইন্স নামে দুটি একাউন্ট ও বিডি জবস নামের একটি ফেসবুক একাউন্ট থেকে আন্তর্জাতিক এয়ারপোর্টে বিভিন্ন পদে চাকরি অস্টম শ্রেণী,এসে এস সি, এইচ এস সি,অনার্স পাশে চাকরি । ইউ এস বাংলা এয়ার লাইন্সে বিভিন্ন পদে এস এস সি ও এইচ এস সি পাশে চাকরি। চেকপোস্ট অপারেটর, পাসপোর্ট চেকার নারী পুরুষ,রিসিপসোনিস্ট পদে নারী এই ধরনের চমকপ্রদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বাংলাদেশের বিশাল বেকারত্বের ভিড়ে অস্টম শ্রেণী,এস এস সি,এইচ এস সি পাশ করা ছেলে- মেয়ে, নারী – পুরুষদের টার্গেট করে এসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।এসব বিজ্ঞপ্তির কোনোটিতে ১৮,৫০০ টাকা থেকে ৩৫,৫০০ টাকা বেতন আবার কখনো ২২,৫০০ টাকা থেকে ৩৫,৫০০ টাকা বেতন কোন কোন বিজ্ঞাপনে আবার ২২,৫০০ টাকা থেকে ৩৯,৫০০ টাকা বেতন উল্লেখ করা হয়।

টার্গেট স্বল্প শিক্ষিতরা: বাংলাদেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা এক কোটির উপরে আর এস এস সি ও এইচ এস সি মিলে বেকারের সংখ্যা প্রায় তিন কোটি। আমাদের দেশের প্রেক্ষাপটে এস এস সি ও এইচ এস সি পাশের পর লেখা পড়া ছেড়ে দেয় এমন ছেলে মেয়েদের আশি ভাগ শ্রমজীবী আর অস্টম শ্রেণী পাশ যারা লেখা পড়া ছেড়ে দিয়েছে তাদের শত ভাগ দিন মজুরের কাজ করে। ওই প্রতারক চক্র স্বল্প শিক্ষিতদের টার্গেট করে। যারা অস্টম শ্রেণী পাশ দিনমজুর এবং এস এস সি বা এইচ এস সি পাশের পর যারা লেখা পড়া ছেড়ে দিয়ে স্বল্প আয়ের শ্রমজীবী তারা ফেসবুকে এইসব চমকপ্রদ চাকরির বিজ্ঞাপন দেখে উদ্বুদ্ধ হয় এবং তাদের দেখান নিয়মে আবেদন করেন। তাদের চাওয়া সনদের ফটোকপি,এন আই ডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হটস এ্যপে পাঠাতে বলে। ভুক্ত ভুগি অনেকে জানায় উল্লেখিত হটস এ্যপে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দিলে দুই তিন দিনের মধ্যে আবেদন কারির হটস এ্যপে ফিরতি মেসেজ আসে” আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে এবং আপনাকে ———– টাকা বেতনে ——– পদে নিয়োগ দেয়া হয়েছে। ”

প্রতারণার কৌশল: আবেদন কারির হটস এ্যপে মাসিক বেতন ও পদ উল্লেখ করে ফিরতি মেসেজে আরো উল্লেখ করা হয়,আবেদন কারিকে বলাকা ভবনে প্রবেশের আইডি কার্ড ও নিয়োগপত্র তৈরির জন্য অনলাইন ফি বাবদ বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর ক্ষেত্রে ১০৮০ টাকা ও ইউ এস বাংলা এয়ার লাইন্স এর ক্ষেত্রে ৮২০ টাকা তাদের দেওয়া নগদ নাম্বারে পাঠিয়ে দিতে এবং যে নম্বর থেকে টাকা পাড়ানো হয়েছে সেই নাম্বারের শেষ চারটি ডিজিট জানাতে বলা হয় আর এজন্য সময় দেয়া হয় ৮-১০ ঘন্টা। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর হটস এ্যপ নাম্বার০১৮৮৪১২৫০০৮ ও নগদ নাম্বার ০১৯৬০১৩৯২৯৪ । ইউ এস বাংলা এয়ার লাইন্স এর হটস এ্যপ নাম্বার ০১৯৪২১৫১১৩০ এবং নগদ নাম্বার ০১৯৩১৯৯৪৮৭১ । ইউ এস বাংলা এয়ার লাইন্স লোগো ব্যবহার করে যে ব্যক্তি ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রফাইল ঘেঁটে দেখা যায় তার নাম সানজিদুর রহমান এবং মেইল আই ডি [email protected] এদিকে বিডি জবস এর নামে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের সাথে যোগাযোগের হটস এ্যপ নাম্বার ০১৯৬০১৪৪৬১৬ । সূত্র জানায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এ নিয়োগ পেতে তাদের দেওয়া গুগল এ্যপের মাধ্যমে আবেদন করতে হয়।
এই প্রতিবেদকের সাথে ওই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেছে এমন প্রায় ৫০ জনের সাথে কথা হয়। তারা জানান নগদ নাম্বারে টাকা পাঠিয়ে কয়েক দিন অপেক্ষার পরেও তাদের কোন পাত্তা না পেয়ে ফোন দিলে আর ধরে না। অন্য নাম্বার দিয়ে ফোন দিলে রিসিভ করে , নিয়োগের কথা বলতেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফেসবুক দেখে কেন এই ফাঁদে পা দিলেন জানতে চাইলে বলেন ,ফিরতি মেসেজে আইডি কার্ড, নিয়োগপত্রের মত সুন্দর বানিতে গলে যাই,আর টাকা তো সামান্য তাই রিক্স নিয়েছি। এভাবে ওই চক্র সামান্য টাকা অফার দিয়ে বেশি সংখ্যক মানুষকে ওই অফারে আকৃষ্ট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এভাবে বিজ্ঞাপন দেখে উদ্বুদ্ধ হয়ে এক হাজার জন এক হাজার ৮০ টাকা হারে দেয় তাহলে প্রায় সাড়ে দশ লাখ টাকা হাতিয়ে নেয় এভাবে তিনটি আই ডি থেকে সপ্তাহে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্র। ভুক্ত ভুগি দেখেন সামান্য টাকা গেছে এতে আর কি! কিন্তু ওই প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা ।সাধারন মানুষকে ওই দুষ্ট চক্রের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।

Tag :
জনপ্রিয়

ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

এম এ মজিদ:

আন্তর্জাতিক এয়ারপোর্টে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

প্রকাশিত ১২:০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘিরে একাধিক গ্রুপ ফেসবুকে রঙচঙা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স,ইউ এসে বাংলা,বিডি জবস নামে কয়েকটি ফেসবুক একাউন্ট থেকে এসব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিজ্ঞাপনের ফাঁদে ফেলে অসাধু গ্রুপ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তির ধরন :গত এক মাসে ফেসবুক একাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, দুই তিন দিন পরপর ইউ এসে বাংলা,বিমান বাংলাদেশ এয়ার লাইন্স নামে দুটি একাউন্ট ও বিডি জবস নামের একটি ফেসবুক একাউন্ট থেকে আন্তর্জাতিক এয়ারপোর্টে বিভিন্ন পদে চাকরি অস্টম শ্রেণী,এসে এস সি, এইচ এস সি,অনার্স পাশে চাকরি । ইউ এস বাংলা এয়ার লাইন্সে বিভিন্ন পদে এস এস সি ও এইচ এস সি পাশে চাকরি। চেকপোস্ট অপারেটর, পাসপোর্ট চেকার নারী পুরুষ,রিসিপসোনিস্ট পদে নারী এই ধরনের চমকপ্রদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বাংলাদেশের বিশাল বেকারত্বের ভিড়ে অস্টম শ্রেণী,এস এস সি,এইচ এস সি পাশ করা ছেলে- মেয়ে, নারী – পুরুষদের টার্গেট করে এসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।এসব বিজ্ঞপ্তির কোনোটিতে ১৮,৫০০ টাকা থেকে ৩৫,৫০০ টাকা বেতন আবার কখনো ২২,৫০০ টাকা থেকে ৩৫,৫০০ টাকা বেতন কোন কোন বিজ্ঞাপনে আবার ২২,৫০০ টাকা থেকে ৩৯,৫০০ টাকা বেতন উল্লেখ করা হয়।

টার্গেট স্বল্প শিক্ষিতরা: বাংলাদেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা এক কোটির উপরে আর এস এস সি ও এইচ এস সি মিলে বেকারের সংখ্যা প্রায় তিন কোটি। আমাদের দেশের প্রেক্ষাপটে এস এস সি ও এইচ এস সি পাশের পর লেখা পড়া ছেড়ে দেয় এমন ছেলে মেয়েদের আশি ভাগ শ্রমজীবী আর অস্টম শ্রেণী পাশ যারা লেখা পড়া ছেড়ে দিয়েছে তাদের শত ভাগ দিন মজুরের কাজ করে। ওই প্রতারক চক্র স্বল্প শিক্ষিতদের টার্গেট করে। যারা অস্টম শ্রেণী পাশ দিনমজুর এবং এস এস সি বা এইচ এস সি পাশের পর যারা লেখা পড়া ছেড়ে দিয়ে স্বল্প আয়ের শ্রমজীবী তারা ফেসবুকে এইসব চমকপ্রদ চাকরির বিজ্ঞাপন দেখে উদ্বুদ্ধ হয় এবং তাদের দেখান নিয়মে আবেদন করেন। তাদের চাওয়া সনদের ফটোকপি,এন আই ডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হটস এ্যপে পাঠাতে বলে। ভুক্ত ভুগি অনেকে জানায় উল্লেখিত হটস এ্যপে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দিলে দুই তিন দিনের মধ্যে আবেদন কারির হটস এ্যপে ফিরতি মেসেজ আসে” আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে এবং আপনাকে ———– টাকা বেতনে ——– পদে নিয়োগ দেয়া হয়েছে। ”

প্রতারণার কৌশল: আবেদন কারির হটস এ্যপে মাসিক বেতন ও পদ উল্লেখ করে ফিরতি মেসেজে আরো উল্লেখ করা হয়,আবেদন কারিকে বলাকা ভবনে প্রবেশের আইডি কার্ড ও নিয়োগপত্র তৈরির জন্য অনলাইন ফি বাবদ বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর ক্ষেত্রে ১০৮০ টাকা ও ইউ এস বাংলা এয়ার লাইন্স এর ক্ষেত্রে ৮২০ টাকা তাদের দেওয়া নগদ নাম্বারে পাঠিয়ে দিতে এবং যে নম্বর থেকে টাকা পাড়ানো হয়েছে সেই নাম্বারের শেষ চারটি ডিজিট জানাতে বলা হয় আর এজন্য সময় দেয়া হয় ৮-১০ ঘন্টা। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর হটস এ্যপ নাম্বার০১৮৮৪১২৫০০৮ ও নগদ নাম্বার ০১৯৬০১৩৯২৯৪ । ইউ এস বাংলা এয়ার লাইন্স এর হটস এ্যপ নাম্বার ০১৯৪২১৫১১৩০ এবং নগদ নাম্বার ০১৯৩১৯৯৪৮৭১ । ইউ এস বাংলা এয়ার লাইন্স লোগো ব্যবহার করে যে ব্যক্তি ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রফাইল ঘেঁটে দেখা যায় তার নাম সানজিদুর রহমান এবং মেইল আই ডি [email protected] এদিকে বিডি জবস এর নামে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের সাথে যোগাযোগের হটস এ্যপ নাম্বার ০১৯৬০১৪৪৬১৬ । সূত্র জানায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এ নিয়োগ পেতে তাদের দেওয়া গুগল এ্যপের মাধ্যমে আবেদন করতে হয়।
এই প্রতিবেদকের সাথে ওই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেছে এমন প্রায় ৫০ জনের সাথে কথা হয়। তারা জানান নগদ নাম্বারে টাকা পাঠিয়ে কয়েক দিন অপেক্ষার পরেও তাদের কোন পাত্তা না পেয়ে ফোন দিলে আর ধরে না। অন্য নাম্বার দিয়ে ফোন দিলে রিসিভ করে , নিয়োগের কথা বলতেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফেসবুক দেখে কেন এই ফাঁদে পা দিলেন জানতে চাইলে বলেন ,ফিরতি মেসেজে আইডি কার্ড, নিয়োগপত্রের মত সুন্দর বানিতে গলে যাই,আর টাকা তো সামান্য তাই রিক্স নিয়েছি। এভাবে ওই চক্র সামান্য টাকা অফার দিয়ে বেশি সংখ্যক মানুষকে ওই অফারে আকৃষ্ট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এভাবে বিজ্ঞাপন দেখে উদ্বুদ্ধ হয়ে এক হাজার জন এক হাজার ৮০ টাকা হারে দেয় তাহলে প্রায় সাড়ে দশ লাখ টাকা হাতিয়ে নেয় এভাবে তিনটি আই ডি থেকে সপ্তাহে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্র। ভুক্ত ভুগি দেখেন সামান্য টাকা গেছে এতে আর কি! কিন্তু ওই প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা ।সাধারন মানুষকে ওই দুষ্ট চক্রের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।