১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
।খায়রুল আলম বিপ্লব তারাগঞ্জ রংপুর থেকে

আদালতের আদেশ অমান্য করে তারাগঞ্জে দোকানঘর উত্তোলন করছে প্রভাবশালী নেতা

  • প্রকাশিত ০৩:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের মেনানগর মৌজার মোজাহার হোসেন পুত্র দুলাল হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র মাহফুজুর রহমানতার ভাবি রেহেনা বেগম কামিয়াব সহ তিনজনকে আসামি করে ১৪৪/১৪৫ ধারা মোতাবেক মামলা করে।সরেজমিনে দেখা গেছে দোকান ঘর তোলার জন্য তিনজন মিস্ত্রিকে দেখা গেছে। তারা কাজ করতেছে। তাদের মধ্যে করিম নামের শ্রমিক জানান আমরা মিস্ত্রি মানুষ কাজে ডাকছে আমরা কাজ করতেছি সেখানে যে আদালতে নিষেধাক্কা আছে আমরা তা জানি না। আপনি পারলে মালিকের সঙ্গে কথা বলেন।এরপর কথা হয় মাহবুবুর রহমান সঙ্গে তিনি বলেন আমার কাছে দাবিকৃত জমি যার দাগ নং ১২৯০ হালদার নং ১২৪৮ মৌজামেনা নগর। উক্ত জমি তার পৈতৃক বলে দাবি করে কিন্তু বাস্তবে দেখা যায় সিএস খতিয়ান নং ৬৪ দাগ নং ১২৯০ জমির পরিমাণ একুশ শতক।। যাহার প্রকৃত মালিক মাহিরন নেছা।মাহিরন বিবি তাহার নামীয় সম্পত্তি হস্তান্তর করেন মহির উদ্দিন এর কাছে। উক্ত সম্পত্তি পৈত্রিক মূলে আমরা মালিক হই।বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইন চার্জ সিদ্দিকুর রহমান জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।।।

Tag :
জনপ্রিয়

তেজগাঁও ২৬ নাম্বার ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ল্যাব এইডে দেখতে যান মোঃ বেলায়েত হোসেন কে

।খায়রুল আলম বিপ্লব তারাগঞ্জ রংপুর থেকে

আদালতের আদেশ অমান্য করে তারাগঞ্জে দোকানঘর উত্তোলন করছে প্রভাবশালী নেতা

প্রকাশিত ০৩:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের মেনানগর মৌজার মোজাহার হোসেন পুত্র দুলাল হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র মাহফুজুর রহমানতার ভাবি রেহেনা বেগম কামিয়াব সহ তিনজনকে আসামি করে ১৪৪/১৪৫ ধারা মোতাবেক মামলা করে।সরেজমিনে দেখা গেছে দোকান ঘর তোলার জন্য তিনজন মিস্ত্রিকে দেখা গেছে। তারা কাজ করতেছে। তাদের মধ্যে করিম নামের শ্রমিক জানান আমরা মিস্ত্রি মানুষ কাজে ডাকছে আমরা কাজ করতেছি সেখানে যে আদালতে নিষেধাক্কা আছে আমরা তা জানি না। আপনি পারলে মালিকের সঙ্গে কথা বলেন।এরপর কথা হয় মাহবুবুর রহমান সঙ্গে তিনি বলেন আমার কাছে দাবিকৃত জমি যার দাগ নং ১২৯০ হালদার নং ১২৪৮ মৌজামেনা নগর। উক্ত জমি তার পৈতৃক বলে দাবি করে কিন্তু বাস্তবে দেখা যায় সিএস খতিয়ান নং ৬৪ দাগ নং ১২৯০ জমির পরিমাণ একুশ শতক।। যাহার প্রকৃত মালিক মাহিরন নেছা।মাহিরন বিবি তাহার নামীয় সম্পত্তি হস্তান্তর করেন মহির উদ্দিন এর কাছে। উক্ত সম্পত্তি পৈত্রিক মূলে আমরা মালিক হই।বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইন চার্জ সিদ্দিকুর রহমান জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।।।