স্পোর্টস রিপোর্টার।
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আজ ৩১ জুলাই বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট ২০২৫’। ৩১ জুলাই শুরু হয়ে ০২ আগস্ট পর্যন্ত তিনদিনব্যাপী এ টুর্ণামেন্ট চলবে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বাংলাদেশ ক্যারম ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে (২৬৬ নং কক্ষ) আয়োজিত হবে এ টুর্নামেন্ট।
ক্যারম টুর্নামেন্টটি নক-আউট পদ্ধতিতে পুরুষ একক ও মহিলা একক ইভেন্ট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। ৮০ জনের অধিক খেলোয়াড় এই টূর্ণামেন্টে অংশগ্রহণের জন্য এন্ট্রি করেছেন।
টুর্নামেন্টের প্রতিটি খেলায় আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হবে। খেলায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে বিবেচিত হবে। প্রতিটি খেলা ৩ গেমে ৮ বোর্ড বা ২৫ পয়েন্ট (যেটি আগে হয়) ভিত্তিতে অনুষ্ঠিত হবে। পুরুষ একক ও মহিলা একক ইভেন্টে প্রথম, দ্বিতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে রয়েছে প্রাইজবন্ড, ট্রফি ও সনদপত্র। এছাড়াও তৃতীয় স্থান অর্জনকারীকে প্রাইজবন্ড ও সনদপত্র প্রদান করা হবে।
প্রথম স্থান অধিকারী ১০,০০০/- (দশ হাজার) টাকার প্রাইজবন্ড, দ্বিতীয় স্থান অধিকারী ৭,০০০/- (সাত হাজার) টাকার প্রাইজবন্ড এবং তৃতীয় স্থান অধিকারী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার প্রাইজবন্ড পাবেন।
টুর্নামেন্ট চলাকালে ফেডারেশন হতে খেলোয়াড়দের দুপুরের খাবার সরবরাহ করা হবে। ঢাকার বাইরের আগত খেলোয়াড়দের জন্য থাকছে আবাসিক সুবিধা। অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে টি-শার্টও সরবরাহ করা হবে।
বার্তা প্রেরক
মোঃ হাফিজুর রহমান
আহ্বায়ক
টূর্নামেন্ট কমিটি