আজ ৬ জুলাই ২০২৫ ইং রবিবার চট্টগ্রামের বড় গ্যারেজ, পাঁচলাইন, দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা পত্রিকার চট্টগ্রাম অফিস এর শুভ উদ্বোধন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অশোক ধর – সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাস্টার মৃনাল কান্তি দেবনাথ ও মাস্টার রাখা চন্দ্র পাল।
আরো উপস্থিত থাকবেন মাহবুবুল আলম ও লিটন দাস শি – সহযোগী সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা। দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি ও ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক কালধারা নয়ন চন্দ্র শীল ও সাংবাদিক চয়ন পাল, প্রমুখ।