ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫:
“গ্রন্থ জ্ঞানের উৎস, আলোকিত মানুষ হতে বই পড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো অমর প্রকাশনীর দশটি নতুন গ্রন্থের প্রকাশনা উৎসব। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি হাসান হাফিজ, ড. সাহেদ মাজহার, ড. সয়েম হুমায়ূন কবীর এবং এস এম এমরান আলী। সভাপতিত্ব করেন সৈয়দ মাহবুব মোরশেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখকগণ, সাংবাদিক, প্রকাশক এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকির হোসেন।
এই উৎসবে “ছায়াসঙ্গী মন ও বিদ্রোহী মুহূর্তের দিনলিপি”, “আমরা দূরের পাখি”, “ভালোবাসার প্রমাণ”, “নতুন কিছু না বললে চলবে না”সহ মোট ১০টি নতুন বই প্রকাশিত হয়। প্রকাশনা উৎসবে পাঠকদের মাঝে বই পড়ার আগ্রহ বৃদ্ধি ও সাহিত্যচর্চার প্রসার ঘটানোর আশাবাদ ব্যক্ত করা হয়।
মিডিয়া পার্টনার: প্রতিদিন সকাল
আয়োজক: অমর প্রকাশনী, ঢাকা