গত ৫ই আগষ্ট ২০২৪ ইং দেশের স্বৈরাচার পতন হয় ক্ষমতায় আছে নতুন করে উপদেষ্টা কমিটি সাজিয়ে তুলার চেষ্টা করছেন নতুন এক বাংলাদেশ তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুস যোগ্যতা অনুযায়ী সব দপ্তরের বসিয়েছেন যোগ্য ব্যাক্তিদের তেমনি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে ড. আসিফ নজরুলকে দায়িত্ব প্রদান করেন
আইন, বিচার ও সংসদ বিষয়ক দপ্তরে সাথে জড়িয়ে আছে সাব রেজিস্ট্রি অফিস যেখানে প্রতিনিয়ত হচ্ছে জমি বেচা কেনা তাই বাংলাদেশে যদি ১ম সারি ঘুষের স্বর্গরাজ্য বলা হয় তাহলে নাম উঠে আছে ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিস গুলোর নাম
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পরে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন আমাদের দেশে পরিস্থিতি ভাল করতে হলে আগে বন্ধ করতে হবে ঘুষ বানিজ্য তার সাথে ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসগুলো জন হয়রানি থেকে শুরু করে দুর্নীতি ও ঘুষ বানিজ্য বন্ধ করতে হবে যাতে সাধারণ জনগন এ সকল অফিসে কোন প্রকার ভুক্তভোগী না হয়
কিন্তু কথায় আছেনা কে শুনে কার কথা সাব রেজিস্ট্রার ওসমান গনী মন্ডল কাউকে কোন প্রকার পাওা না দিয়ে ধেদারছে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা তার মূল কারন হচ্ছে ৫ মাস পরে অবসরে চলে যাবেন এই দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার ওসমান গনী মন্ডল কিছু দিন আগে গাজীপুরে শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়োজিত ছিলেন গত ৩/০২/২৫ ইং তারিখে বদলিয়ে হয়ে চলে যান পাবনা সদর সাব রেজিস্ট্রি অফিসে সেই অফিস তার মন মত না হাওয়ায় পুনরায় দেড় কোটি টাকা ঘুষের বিনিময়ে ২০/০২/২৫ ইং তারিখে গাজীপুর কাপাসিয়া অফিসে চলে আসে যার স্মারক নং ১০,০০,০০০০,১৩০,১৯,০০১,২১-৪৬
শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসে থাকার সময় সেখানে গড়ে তুলেছিলেন এক বিশাল সিন্ডিকেট যার মূল হতা ছিলেন এই ওসমান গনী মন্ডল শুধু শ্রীপুর অফিসের কথা বললে ভুল হবে জানা যায় এই দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার ওসমান গনী মন্ডল কেরানীগঞ্জ/ বগুড়া সদর/চিলমারী, কুড়িগ্রাম /দোয়ারাবাজার, সুনামগঞ্জ/গুরুদাসপুর, নাটোর/চররাজিবপুর, কুড়িগ্রাম /সদর, ঠাকুরগাঁ /বাঁশখালী, চট্টগ্রাম/মনোরহদী,নরসিংদী সহ যখন যেই অফিসে তিনি বদলি হয়ে যেতেন সেখানে গড়ে তুলেতেন সিন্ডিকেট, এর আসল গঠনা হল এই সিন্ডিকেটে মাধ্যমে না কি বেশি মোটা অংকের ঘুষ খাওয়া যায় এরকম কথা বলেন তার অফিসের নাম না বলা এক সাধারন কর্মচারী তাই তার ডিপার্টমেন্টের সবাই সিন্ডিকেট গুরুর নামে পরিচিত ওসমান গনী মন্ডল
কেরানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে থাকার সময় ৩টি সরকারি মৌজার জমি ও উত্তর সিটি কর্পোরেশন এর জায়গা সহ রেজিস্ট্রি করে দেন মেরিডিয়াম হাউজিং কোম্পানির মালিক তাজুল ইসলামের নামে যার বিনিময় তিনি নিয়েছিলেন মোটা অংকের ঘুষ এবং মুক্তধারা হাউজিং, টিচার্স প্যালেস -৩ আটি মডেল সুজন হাউজিং ও ম্যাক্স ওয়েল-ওয়েস্টার্ন সিটি সহ বড় বড় হাউজিং কোম্পানিতে ছিলো তার মাসোহারা শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসে থাকা সময় তার স্বাক্ষরিত রেজিস্ট্রি করার দলিল নং ৬৮৭৮/১০৫৬/১০২৩/ হেবা ৬৯৮৭ নং গুলোতে তিনি নিয়েছেন মোটা অংকের ঘুষ নাম না বলা শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক দলিল লেখকে এর তথ্য অনুযায়ী
দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল তার এই অবৈধ কর্মকান্ড করে উত্তরায় ১২ নং সেক্টর, ১৬ নং রোডে গড়ে তুলেছেন বিলাশবহুল বাড়ি এবং অর্ধ কোটি টাকার দামে ক্রয় করেন লেটেস্ট প্রিমিও গাড়ি যাতে চড়ে বেড়ান তার পরিবারেরর সদস্যরা
দুর্নীতিবাজ ওসমান গনি মন্ডলের বিরুদ্ধে দুদক, আইজি আর,সচিবালয় সহ রয়েছে ভুরি ভুরি অভিযোগের ফাইল জমা যা আজও পর্যন্ত দেখেনি আলোর মুখ
এই সকল বিষয় আরো জানার জন্য সাব রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল কে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার অফিস থেকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।