এলজিইডির মেকানিকাল বিভাগের এস আর ই এ বি এমন সাইফুল ইসলাম। ৫ আগস্টের পর দুর্দান্ত প্রভাবশালী এই কর্মকর্তা পি আর এল এ চলে গেলেও তার অফিস কক্ষের গেটে জল জল করছে সোনালী রঙের নেমপ্লেট। দাপুটে ওই নেতার নেমপ্লেট খোলার সাহস কারও নেই। শুধু তাই নয় ওই নেমপ্লেট পাহারার জন্য রয়েছে সরকারি বেতনভুক্ত একজন পাহারাদার।
০১:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম