গত ৯ আগস্ট, ২০২৫ তারিখ শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় ঢাকার পরীবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ৩য় তলায় কবি ও সাংবাদিক শেখ সামসুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কবি অনিমেষ বড়াল-এর সভাপতিত্বে এবং কবি রীনা তালুকদার ও মোঃ মনিরুজ্জামান -এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভার আয়োজনে করে অনুপ্রাস জাতীয় কবি সংগঠন।
সভায় স্মৃতিচারণ করেন- অধ্যাপক নিরঞ্জন অধিকারী, কবি সামসুন্নাহার ফারুক, কবি এম আর মঞ্জু, কবি শাহানা মান্নান, কবি মিজান মিলকি, কবি কবীর সোহেল, লিলি হক, কবি ও সাংবাদিক হাসনাইন সাজ্জাদী, কবি ও সাংবাদিক অশোক ধর, কবি আতাউল ইসলাম সবুজ, ইঞ্জিনিয়ার কবি ফরিদুজ্জামান, কবি শেখ আব্দুল হক চাষী, কবি ও সাংবাদিক ইয়াদী মাহমুদ, কবি সিকদার আব্দুস সালাম, কবি হাসিনা মতীন, কবি সিরাজুল ইসলাম এফসিএ, কবি গিয়াস উদ্দিন চাষা, কবি তসলিমুল ইসলাম চৌধুরী, কবি আফিয়া রুবি, কবি মোনায়েম হিমু , কবি এস আই চৌধুরী, ইঞ্জিনিয়ার কবি মো. মোস্তফা কামাল মাহমুদ, অধ্যাপক ও কবি ড. মোস্তফা দুলাল, কবি মো. মনোয়ার হোসেন, কবি কবি নীপা চৌধুরী, কবি রুনা লায়লা, কবি মনোয়ার হোসেন, কবি শেফালী দাউসী, কবি এইচ এম সাখাওয়াত, মতিউর রহমান মানু, কবি এস আই চৌধুরী, কবি কবীর হুমায়ুন, কবি শেখ নজরুল ইসলাম, কবি নাসির উদ্দিন, কবি ও সাংবাদিক সুফী লেখক আহসান হাবিব, কবি মিলি হক, কবি জেসমীন দীপা, কবি হারিছ হাসান সাগর, কবি সেলিম কাজী, কবি আশরাফ হোসেন বিন্ধু, কবি শাহাদাত জয়, সাংবাদিক দিলীপ কুমার, কবি রীনা পন্ডিত, কবি আবিদের মা লাবনী আক্তার, এডভোকেট কবির হোসেন (কবি শেখ সামসুল হকের ভাই), জনাব আবুল কালাম আজাদ (কবি শেখ সামসুল হকের চাচাত ভাই) সহ অর্ধশত কবি, সাহিত্যিক, সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।। কবির গ্রন্থ থেকে কবিতা পাঠ করা হয়। পরিশেষে প্রয়াত কবি শেখ সামসুল হকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বার্তা : রীনা তালুকদার, মহাসচিব, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন।
১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
অনুষ্ঠিত হলো কবি ও সাংবাদিক শেখ সামসুল হক স্মরণ সভা
Tag :
জনপ্রিয়