০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২৫ বছর আগে করা সিনেমা নিয়ে কি বললেন দেখুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

  • প্রকাশিত ০৬:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৩১০ বার দেখা হয়েছে

ঠিক পঁচিশ বছর আগে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন রানি। আর প্রথম ছবিতেই তাঁর বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির নাম বিয়ের ফুল।
পঁচিশ বছর আগে ফিরে গেলেন প্রসেনজিৎ
চট্টোপাধ্যায়। হাতড়ালেন স্মৃতি। তাঁর সোশ্যাল
মিডিয়ায় ফিরে এল ‘বিয়ের ফুল’। যে ফুল ফুটেছিল ১৯৯৬ সালে। সাক্ষী ছিলেন রানি‌ মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রাণি হালদার সহ অনেকেই।    দুই বোনকে কেন্দ্ৰ করে ছবি। বড় বোন হয়েছিলেন ইন্দ্রাণী
হালদার এবং ছোট বোন রানি। বিরাট বড় স্টারকাস্ট। তাবড় তাবড় অভিনেতা।
সুরকারও বম্বের। দায়িত্বে ছিলেন যতীন-ললিত। ওই ছবিরই সুপারহিট গান ‘মন আমার এক নতুন মস্তানি শিখেছে’র এক ক্লিপিংস নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রসেনজিৎ। ক্যাপশনে নিজেই লিখেছেন, “স্মৃতিচারণ… “। রানি মুখোপাধ্যায়ের যে ওই প্রথম সিনেমা ছিল সে কথাও উল্লেখ করেছেন তিনি।

ওই ছবিরই সুপারহিট গান ‘মন আমার এক নতুন মস্তানি শিখেছে’র এক ক্লিপিংস নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রসেনজিৎ। ক্যাপশনে নিজেই লিখেছেন, “স্মৃতিচারণ… “। রানি মুখোপাধ্যায়ের যে ওই প্রথম সিনেমা ছিল সে কথাও উল্লেখ করেছেন তিনি।
গানটি গেয়েছিলেন কুমার শানু এবং বিজয়তা পণ্ডিত। লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে সে এক মারকাটারি কম্পোজিশন। লোকেশন থেকে শুরু করে ড্রেস- ওই সময় দাঁড়িয়ে পরিচালক রাম মুখোপাধ্যায় রাতারাতি এক ট্রেন্ড সেট করে দিয়েছিলেন যেন। বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছিল ছবিটি। আজ এত বছর পরেও সে ছবির গ্রহণযোগ্যতা কমেনি। ‘বিয়ের ফুল’-এর স্মৃতি ভোলেননি প্রসেনজিৎ নিজেও।

জনপ্রিয়

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক এর মেয়ে অংকিতা ধর মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৯ পেয়ে (গোল্ডেন এ প্লাস) জিপিএ- ৫ পেয়ে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন), ঢাকা থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হয়েছে।

২৫ বছর আগে করা সিনেমা নিয়ে কি বললেন দেখুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রকাশিত ০৬:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

ঠিক পঁচিশ বছর আগে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন রানি। আর প্রথম ছবিতেই তাঁর বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির নাম বিয়ের ফুল।
পঁচিশ বছর আগে ফিরে গেলেন প্রসেনজিৎ
চট্টোপাধ্যায়। হাতড়ালেন স্মৃতি। তাঁর সোশ্যাল
মিডিয়ায় ফিরে এল ‘বিয়ের ফুল’। যে ফুল ফুটেছিল ১৯৯৬ সালে। সাক্ষী ছিলেন রানি‌ মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রাণি হালদার সহ অনেকেই।    দুই বোনকে কেন্দ্ৰ করে ছবি। বড় বোন হয়েছিলেন ইন্দ্রাণী
হালদার এবং ছোট বোন রানি। বিরাট বড় স্টারকাস্ট। তাবড় তাবড় অভিনেতা।
সুরকারও বম্বের। দায়িত্বে ছিলেন যতীন-ললিত। ওই ছবিরই সুপারহিট গান ‘মন আমার এক নতুন মস্তানি শিখেছে’র এক ক্লিপিংস নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রসেনজিৎ। ক্যাপশনে নিজেই লিখেছেন, “স্মৃতিচারণ… “। রানি মুখোপাধ্যায়ের যে ওই প্রথম সিনেমা ছিল সে কথাও উল্লেখ করেছেন তিনি।

ওই ছবিরই সুপারহিট গান ‘মন আমার এক নতুন মস্তানি শিখেছে’র এক ক্লিপিংস নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রসেনজিৎ। ক্যাপশনে নিজেই লিখেছেন, “স্মৃতিচারণ… “। রানি মুখোপাধ্যায়ের যে ওই প্রথম সিনেমা ছিল সে কথাও উল্লেখ করেছেন তিনি।
গানটি গেয়েছিলেন কুমার শানু এবং বিজয়তা পণ্ডিত। লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে সে এক মারকাটারি কম্পোজিশন। লোকেশন থেকে শুরু করে ড্রেস- ওই সময় দাঁড়িয়ে পরিচালক রাম মুখোপাধ্যায় রাতারাতি এক ট্রেন্ড সেট করে দিয়েছিলেন যেন। বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছিল ছবিটি। আজ এত বছর পরেও সে ছবির গ্রহণযোগ্যতা কমেনি। ‘বিয়ের ফুল’-এর স্মৃতি ভোলেননি প্রসেনজিৎ নিজেও।