০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শুভ জন্মদিন কবি বদরুল হায়দার

  • প্রকাশিত ০১:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ২৫৭ বার দেখা হয়েছে

শুভ জন্মদিন
কবি বদরুল হায়দার

সমগ্র বাংলা কবিতার এক আলোকোজ্জ্বল নক্ষত্র বদরুল হায়দার।১৯৬৩ সালের ১ আগষ্ট তিনি চৌমুহনীর গণিপুরে জন্মগ্রহণ করেন। চৌমুহনী দেশের পাঠ্যপুস্তকের প্রধান বিপনিকেন্দ্র যা নোয়াখালীর বানিজ্য শহর হিসেবে সুপরিচিত।

কবি বদরুল হায়দার নিরলস কবিতাকর্মী হিসেবে বিরলপ্রজ চরিত্র। কবিতাই তাঁর একমাত্র আরাধ্য। তাঁর কবিতা নির্মিত নয় বরং স্রোতস্বিনী নদীর মতা সরোৎসারিত প্রবহমান ।

আত্মজ পরিব্রাজক, কালো সিল্কের অন্ধকার, নষ্ঠ ভ্রূণে এক চিৎকার, উন্মাদ সত্যদ্রষ্টা, সময় বিক্রির গল্প, লাভসিটি, মুই তোরে কুচপাঙ, নোনা জলে সুফলার গান, অসঙ্গতির বিরহী পাঠসহ বিশটি প্রকাশিত কাব্য রয়েছে তাঁর।

সম্পাদনা করেছেন,জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতাসমগ্র, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্পসমগ্র, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাঞ্জলি, মুক্তিযুদ্ধের কবিতা ইত্যাদি। এছাড়াও ‘কবিতাচর্চা’ নামে একটি কবিতাপত্রিকা সম্পাদনা করে আসছেন দীর্ঘদিন । কবিতাচর্চা প্রকাশনার সত্ত্বাধিকারী হিসেবে ইতোমধ্যে প্রকাশ করেছেন তিন শতাধিক বই।

তাঁর মঙ্গলময় আগামী কামনা করি।
শুভ জন্মদিন প্রিয় অগ্রজ কবি….

কবিতার রাজধানী শাহবাগ। রেডিওপয়েন্ট/radiopoint বৃক্ষনদী নোয়াখালী কবিতা উৎসব আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুর আবৃত্তি সংসদ লক্ষ্মীপুর

জনপ্রিয়

৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন কৃষক দল আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ

শুভ জন্মদিন কবি বদরুল হায়দার

প্রকাশিত ০১:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

শুভ জন্মদিন
কবি বদরুল হায়দার

সমগ্র বাংলা কবিতার এক আলোকোজ্জ্বল নক্ষত্র বদরুল হায়দার।১৯৬৩ সালের ১ আগষ্ট তিনি চৌমুহনীর গণিপুরে জন্মগ্রহণ করেন। চৌমুহনী দেশের পাঠ্যপুস্তকের প্রধান বিপনিকেন্দ্র যা নোয়াখালীর বানিজ্য শহর হিসেবে সুপরিচিত।

কবি বদরুল হায়দার নিরলস কবিতাকর্মী হিসেবে বিরলপ্রজ চরিত্র। কবিতাই তাঁর একমাত্র আরাধ্য। তাঁর কবিতা নির্মিত নয় বরং স্রোতস্বিনী নদীর মতা সরোৎসারিত প্রবহমান ।

আত্মজ পরিব্রাজক, কালো সিল্কের অন্ধকার, নষ্ঠ ভ্রূণে এক চিৎকার, উন্মাদ সত্যদ্রষ্টা, সময় বিক্রির গল্প, লাভসিটি, মুই তোরে কুচপাঙ, নোনা জলে সুফলার গান, অসঙ্গতির বিরহী পাঠসহ বিশটি প্রকাশিত কাব্য রয়েছে তাঁর।

সম্পাদনা করেছেন,জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতাসমগ্র, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্পসমগ্র, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাঞ্জলি, মুক্তিযুদ্ধের কবিতা ইত্যাদি। এছাড়াও ‘কবিতাচর্চা’ নামে একটি কবিতাপত্রিকা সম্পাদনা করে আসছেন দীর্ঘদিন । কবিতাচর্চা প্রকাশনার সত্ত্বাধিকারী হিসেবে ইতোমধ্যে প্রকাশ করেছেন তিন শতাধিক বই।

তাঁর মঙ্গলময় আগামী কামনা করি।
শুভ জন্মদিন প্রিয় অগ্রজ কবি….

কবিতার রাজধানী শাহবাগ। রেডিওপয়েন্ট/radiopoint বৃক্ষনদী নোয়াখালী কবিতা উৎসব আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুর আবৃত্তি সংসদ লক্ষ্মীপুর