০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শরৎ ময়ূরী

  • প্রকাশিত ১১:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

শরৎ ময়ূরী
—————
ফারুক প্রধান

আকাশ যেন ময়ূর ডানায়
নানান রঙেয়ের খেলায়
মেঘের বাড়ি কোথায়
সাত রঙা নাও সাজায়।

রংধনুটা রঙ ছড়িয়ে
আকাশটা দাও রাঙিয়ে
কোন দেশেতে যাও
কিশের ভাবনা ভাবাও।

শিশুর মনে শরৎ ময়ূরী
কোথায় উড়ে যাও
আকাশ সাজে নীলাম্বরী
মেঘের ভেলা সাজাও।

নদীর ধারে কাশ দিয়াড়ি
ধবল মেঘের বাড়ি
দলবেঁধে যায় পাখি
হাওয়ায় ডাকাডাকি।

সাঁতার কেটে সব শিশুরা
এপার ওপার হয়
শিউলি ফুলের মালা পড়ে
গাপুস গুপুস ময়।

Tag :
জনপ্রিয়

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক এর মেয়ে অংকিতা ধর মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৯ পেয়ে (গোল্ডেন এ প্লাস) জিপিএ- ৫ পেয়ে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন), ঢাকা থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হয়েছে।

শরৎ ময়ূরী

প্রকাশিত ১১:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

শরৎ ময়ূরী
—————
ফারুক প্রধান

আকাশ যেন ময়ূর ডানায়
নানান রঙেয়ের খেলায়
মেঘের বাড়ি কোথায়
সাত রঙা নাও সাজায়।

রংধনুটা রঙ ছড়িয়ে
আকাশটা দাও রাঙিয়ে
কোন দেশেতে যাও
কিশের ভাবনা ভাবাও।

শিশুর মনে শরৎ ময়ূরী
কোথায় উড়ে যাও
আকাশ সাজে নীলাম্বরী
মেঘের ভেলা সাজাও।

নদীর ধারে কাশ দিয়াড়ি
ধবল মেঘের বাড়ি
দলবেঁধে যায় পাখি
হাওয়ায় ডাকাডাকি।

সাঁতার কেটে সব শিশুরা
এপার ওপার হয়
শিউলি ফুলের মালা পড়ে
গাপুস গুপুস ময়।