০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মেরাইদা হাট ও বাজার বন্ধ

  • প্রকাশিত ০৪:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

মেরাইদা ঐতিহ্যবাহী হাট।সপ্তাহের প্রতি বুধবার হাট বসে এবং প্রতিদিন সকাল থেকে রাত অবধি বাজার বসে।দূর দূরান্ত থেকে মানুষ এই হাটে বাজার সদায় করতে আসে।কম দামী জিনিস থেকে বেশি দামী জিনিস এখানে পাওয়া যায়।এই হাটে কয়েক শত কাপড়ের দোকান বসে।এমন কোনো জিনিস নেই যা এই হাটে পাওয়া যায় না। কৃষকদের উৎপাদিত মাছ,শাকসবজি বেশি পাওয়া যায়।গরুর মাংস,খাসির মাংস সুলভ মূল্যে পাওয়া যায়।বড় বড় রুই,কাতলা,বোয়াল,আইড়।ইলিশ সহ বড় বড় সামুদ্রিক মাছ এই বাজারে পাওয়া যায়।হাজার হাজার ছাগলও বিক্রি হয়।মেরাইদা হাট রাজ হাঁসের জন্য বিখ্যাত।আম,জাম,কাঁঠাল,কলা,তাল,পেঁপে,ডাব সহ সব ধরনেন ফল এখানে পাওয়া যায়।পাঁচ আগস্টের পর সেই ঐতিহ্যবাহী হাট বন্ধ করে দেওয়া হয়। এরপর শুধু বাজার বসে।তাও আজ বন্ধ করে দেওয়া হলো।এই হাট এবং বাজারের মাধ্যমে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করতো।সেটি বন্ধ হয়ে গেলো। এই কী স্বাধীন দেশের নমুনা।

Tag :
জনপ্রিয়

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক এর মেয়ে অংকিতা ধর মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৯ পেয়ে (গোল্ডেন এ প্লাস) জিপিএ- ৫ পেয়ে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন), ঢাকা থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হয়েছে।

মেরাইদা হাট ও বাজার বন্ধ

প্রকাশিত ০৪:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

মেরাইদা ঐতিহ্যবাহী হাট।সপ্তাহের প্রতি বুধবার হাট বসে এবং প্রতিদিন সকাল থেকে রাত অবধি বাজার বসে।দূর দূরান্ত থেকে মানুষ এই হাটে বাজার সদায় করতে আসে।কম দামী জিনিস থেকে বেশি দামী জিনিস এখানে পাওয়া যায়।এই হাটে কয়েক শত কাপড়ের দোকান বসে।এমন কোনো জিনিস নেই যা এই হাটে পাওয়া যায় না। কৃষকদের উৎপাদিত মাছ,শাকসবজি বেশি পাওয়া যায়।গরুর মাংস,খাসির মাংস সুলভ মূল্যে পাওয়া যায়।বড় বড় রুই,কাতলা,বোয়াল,আইড়।ইলিশ সহ বড় বড় সামুদ্রিক মাছ এই বাজারে পাওয়া যায়।হাজার হাজার ছাগলও বিক্রি হয়।মেরাইদা হাট রাজ হাঁসের জন্য বিখ্যাত।আম,জাম,কাঁঠাল,কলা,তাল,পেঁপে,ডাব সহ সব ধরনেন ফল এখানে পাওয়া যায়।পাঁচ আগস্টের পর সেই ঐতিহ্যবাহী হাট বন্ধ করে দেওয়া হয়। এরপর শুধু বাজার বসে।তাও আজ বন্ধ করে দেওয়া হলো।এই হাট এবং বাজারের মাধ্যমে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করতো।সেটি বন্ধ হয়ে গেলো। এই কী স্বাধীন দেশের নমুনা।