০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
তসিফ শেখ খুলনা প্রতিনিধি।

খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুসাস এর ১০৯৭তম সাহিত্য আসর।

  • প্রকাশিত ০২:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে

গতকাল সন্ধ্যা ৭টায় খুলনা মহানগরীর পূর্ববানিয়াখামার সৈয়দ আলী হাকিম সাহিত্য কেন্দ্রে খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুসাস এর ১০৯৭তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট কবি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড মো জিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আসরে স্বরচিত কবিতা পাঠ করেন খুসাস প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি স ম হাফিজুল ইসলাম, কবি কামরুল হাসান মৃধা, কবি আজাদুল হক আজাদ, কবি শিরিন আফরোজ রানী, কবি এম এম নজরুল ইসলাম,কবি সাঈদা পারভীন, কবি গোলাম রসুল খোকন, কবি মিনা রবিউল ও কবি দিলরুবা ইয়াসমিন পলি। আসরে আরো উপস্থিত ছিলেন খান সাব্বির হাসান অনিক, মরিয়ম প্রমূখ।

Tag :
জনপ্রিয়

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

তসিফ শেখ খুলনা প্রতিনিধি।

খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুসাস এর ১০৯৭তম সাহিত্য আসর।

প্রকাশিত ০২:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

গতকাল সন্ধ্যা ৭টায় খুলনা মহানগরীর পূর্ববানিয়াখামার সৈয়দ আলী হাকিম সাহিত্য কেন্দ্রে খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুসাস এর ১০৯৭তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট কবি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড মো জিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আসরে স্বরচিত কবিতা পাঠ করেন খুসাস প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি স ম হাফিজুল ইসলাম, কবি কামরুল হাসান মৃধা, কবি আজাদুল হক আজাদ, কবি শিরিন আফরোজ রানী, কবি এম এম নজরুল ইসলাম,কবি সাঈদা পারভীন, কবি গোলাম রসুল খোকন, কবি মিনা রবিউল ও কবি দিলরুবা ইয়াসমিন পলি। আসরে আরো উপস্থিত ছিলেন খান সাব্বির হাসান অনিক, মরিয়ম প্রমূখ।