০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
খুলনা, নিজস্ব প্রতিনিধি :

খুলনায় অবৈধ দখলদার থেকে সি ব্লকের ৪২টি প্লট মুক্ত, মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • প্রকাশিত ১১:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১০৪ বার দেখা হয়েছে

 

খুলনা শহরের বয়রা আবাসিক এলাকায় বরাদ্দকৃত সি ব্লক এক হইতে ৪২টি প্লট অবৈধ দখলদারদের থেকে মুক্ত করে বৈধ মালিকদের কাছে হস্তান্তর করার দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন ভুক্তভোগী মালিকরা।

মালিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা তাদের প্লটগুলোর মালিকানা সত্ত্বেও অবৈধ দখলদাররা সেখানে বাস করছেন এবং মালিকদের প্রবেশে বাধা সৃষ্টি করছে। গত কয়েক মাস ধরে এই বিষয়টি বিভিন্ন দফতরে জানানো হলেও, এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী মালিকরা বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রাপ্য সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।’’

এসময় তারা খুলনা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন, যাতে তাদের প্লটগুলো অবিলম্বে অবৈধ দখলদারদের থেকে মুক্ত করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তরের দাবি জানানো হয়।

এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয়

খুলনা, নিজস্ব প্রতিনিধি :

খুলনায় অবৈধ দখলদার থেকে সি ব্লকের ৪২টি প্লট মুক্ত, মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রকাশিত ১১:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

 

খুলনা শহরের বয়রা আবাসিক এলাকায় বরাদ্দকৃত সি ব্লক এক হইতে ৪২টি প্লট অবৈধ দখলদারদের থেকে মুক্ত করে বৈধ মালিকদের কাছে হস্তান্তর করার দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন ভুক্তভোগী মালিকরা।

মালিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা তাদের প্লটগুলোর মালিকানা সত্ত্বেও অবৈধ দখলদাররা সেখানে বাস করছেন এবং মালিকদের প্রবেশে বাধা সৃষ্টি করছে। গত কয়েক মাস ধরে এই বিষয়টি বিভিন্ন দফতরে জানানো হলেও, এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী মালিকরা বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রাপ্য সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।’’

এসময় তারা খুলনা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন, যাতে তাদের প্লটগুলো অবিলম্বে অবৈধ দখলদারদের থেকে মুক্ত করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তরের দাবি জানানো হয়।

এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।